বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের কর্মীরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত : নূরুল ইসলাম

খিলগাঁও জোন জামায়াতের উদ্যোগে ইউনিট দায়িত্বশীল কর্মশালা। ছবি : সংগৃহীত
খিলগাঁও জোন জামায়াতের উদ্যোগে ইউনিট দায়িত্বশীল কর্মশালা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, যেখানেই মুসিবত, দুর্যোগ, সমস্যা সেখানেই জামায়াতের কর্মীরা মানবতার সেবায় ছুটে যায়।

তিনি বলেন, অগ্নিকাণ্ড, জনদুর্ভোগসহ মানুষের যে কোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম, আছি, থাকব। শুধু তাই নয়, দেশের প্রতিটি অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় আমরা ছুটে যাই এবং যাব।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও জোন জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন বৃদ্ধি পাচ্ছে দেখে একটি রাজনৈতিক গোষ্ঠী হতাশায় নিমজ্জিত। তারা গায়ে পড়ে জামায়াতের বিরোধিতায় লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে। সব অপপ্রচারের সঠিক জবাব এ দেশের জনগণ সঠিক সময়ে দেবে।

তিনি আরও বলেন, সমাজ সংস্কার ও সমাজ সেবা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচি। সর্বশেষ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ আশপাশের ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনে আমরা সেখানে গিয়ে সার্বিক সহযোগিতা করে এসেছি। উত্তরবঙ্গের কুড়িগ্রাম, নিলফামারীসহ সেসব এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও আমরা ছিলাম। হিন্দুধর্মাবলম্বীদের নৌকা ডুবির ঘটনায়ও আমরা সবার আগে গিয়ে তাদের পাশে ছিলাম। চাঁপাইনবাবগঞ্জের বিয়ে অনুষ্ঠানে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার ভিন্ন ধর্মের ভাই-বোনদের সেবা-সহযোগিতায় আমরা ছুটে গিয়েছিলাম। এ রকম অসংখ্য সমাজকল্যাণমূলক কাজের সাথে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে আমরা সরাসরি গিয়ে মানবতার পাশে দাঁড়িয়েছি। দেশের নানা প্রান্তে ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা আর্থিক সহযোগিতা তুলে দিয়েছি। জামায়াতের কল্যাণমূলক এসব কাজে নেতাকর্মীদের আরও বেশি সক্রিয় হওয়ার বিষয়ে তিনি আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য খিলগাঁও জোনের পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক খিলগাঁও পশ্চিম থানা আমির এসএম মাহমুদ হাসানের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও অবিভক্ত খিলগাঁও থানার সাবেক আমির কবির আহমেদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন- মহানগরী মজলিসে শূরা সদস্য যথাক্রমে খিলগাঁও পূর্ব থানার সাবেক আমির ও খিলগাঁও জোনের টিম সদস্য মো. শাহজাহান, খিলগাঁও উত্তর থানা আমির মো. নাসির উদ্দিন, খিলগাঁও পূর্ব থানা আমির মাওলানা মাহমুদুর রহমান, খিলগাঁও দক্ষিণ থানা আমির মাওলানা সাজেদুর রহমান শিবলী, খিলগাঁও মধ্য থানা আমির অ্যাডভোকেট ম. আ. জ ফারুক, খিলগাঁও পশ্চিম থানা সেক্রেটারি মো. রেজাউল করিম, খিলগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি খোরশেদ আলম মজুমদারসহ জোনের থানাগুলোর সেক্রেটারি, কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X