শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটি সদস্যরা উপস্থিত থাকবেন।

দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে, দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমরা বাস্তববাদী চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করি। পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্যই আমাদের ওই লক্ষ্যে কাজ করতে হবে। আমি সবাইকে আবার অনুরোধ করব, আপনার সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেই, যে পদক্ষেপ আমাদের কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত করতে যতটুকু সংস্কার করা দরকার, ততটুকু সংস্কার করে নির্বাচনের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন, তারা দেশের অত্যন্ত উচ্চশিক্ষিত এবং জাতির বিবেক। আপনারাই দেশের মত-অভিমতকে প্রভাবিত করেন। আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। আপনারা সবাই জানেন, একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পরাজিত করে, বিতাড়িত করে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং একটা নতুন গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে সে প্রত্যাশায় এ দেশের জনগণ অপেক্ষায়।

বিএনপি মহাসচিব বলেন, এ সময়টা আমরা সবাই যে যেখানে আছি, দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা পালন করব। আমরা যারা রাজনীতি করছি, তারা যারা বিভিন্ন পেশাতে আছি, বিভিন্নভাবে সরকার অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি, সবাই এমনভাবে কথা বলব, কাজ করব যাতে তা আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সুগম করে। আপনারা সবাই জানেন, যে সংস্কারের জন্য রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ছে, সে কারণে প্রায় দুই বছর আগে আমাদের নেতা তারেক রহমান সংস্কারের জন্য একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন। সে কর্মসূচির মধ্যে আমাদের সংস্কারের যে কথাগুলো বলা আছে, সে কাজগুলো আমরা মনে করি যথেষ্ট দেশের পরিবর্তনের জন্য।

ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব সে প্রস্তাবগুলোকে আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের মতামতগুলো সেভাবে প্রদান করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় কখন 

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

ট্রাম্পের হুঁশিয়ারি / ইরানের তেল কিনলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বন্ধ

নতুন করে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র, অপ্রতিরোধ্য ইয়েমেন

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

১০

০২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি

১২

০২ মে : আজকের নামাজের সময়সূচি

১৩

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের প্রতিবাদ

১৪

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

১৫

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

১৬

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

১৭

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

১৮

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

১৯

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

২০
X