শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৪:১৫ এএম
অনলাইন সংস্করণ

‘১৫ বছরের দুর্নীতির কারণে আর্থিক খাতের অবস্থা অত্যন্ত খারাপ’

গোলটেবিল বৈঠক। ছবি : কালবেলা
গোলটেবিল বৈঠক। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্ট বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিরতা আর বিগত ১৫ বছরের দুর্নীতির কারণে দেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ অবস্থায় আছে।

শনিবার (৩১ মে) ঢাকায় ‘বাজেট ভাবনা ২০২৫-২৬’ শিরোনামে এক গোলটেবিলে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর কাকরাইলে এইচআর ভবন মিলনায়তনে দেশ টিভি এ গোলটেবিল আয়োজন করে।

আবদুল আওয়াল মিন্টু বলেন, বাংলাদেশের আর্থিক খাতে দুটি সমস্যা; ব্যাংকের পরিচালন পর্ষদ, তারা রাজনৈতিক উদ্দেশে, রাজনৈতিক সহায়তায় একটা লুটপাট চালিয়েছে গত ১৫ বছর- এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। দুই নম্বর হল, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একদম আইসিইউতে আছে বেসরকারি খাতে বিনিয়োগ। যদি বিনিয়োগ আইসিইউতে থাকে, তাহলে যে বিনিয়োগকারী, সে তো বিনিয়োগ ফেরত নিতে পারছে না।

এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বলেন, একটি হল ব্যাংকের নিজস্ব অনিয়ম, নিজস্ব দুর্নীতি; আরেকটি হল সাধারণ নিয়মে অর্থনীতির সমস্যা। সে সমস্যার কারণে যে ঋণ নিয়েছে, সে এখন ঋণটা পরিশোধ করতে পারছে না। এই সবগুলোর সমন্বয়ে আসলেই কিন্তু বাংলাদেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ অবস্থায় আছে। যে যা-ই বলুক।

তিনি বলেন, ভালো বাজেট বলতে আমরা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য চাই, অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি চাই, স্থানীয় শিল্পের উৎপাদন বৃদ্ধি চাই, উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যকে আরও প্রতিযোগিতামূলক করতে চাই। দেশের রপ্তানি সামর্থ্য বাড়াতে চাই, সার্বিক চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে জোরদার করতে চাই। জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করতে চাই, জীবন-যাপনের মানোন্নয়ন করতে চাই, আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে রাজস্ব নীতি চাই, মূল্যস্ফীতি সীমিত করতে চাই, অবকাঠামোর উন্নয়ন চাই।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ বলেন, সরকার পরিচালিত হতে হলে কিছু অবকাঠামো লাগে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কিন্তু এই সময়টা কি সেই সময়, যখন ভৌত অবকাঠামোও নয়, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য সাড়ে ১৬ শতাংশ বরাদ্দ ধরা হয়েছে। আমরা কি আসলেই বাজেটে ব্যয় কমাতে সক্ষম হলাম? রাইট ফোকাসটা করলাম? আমরা তো যে জিনিসটা মূল্যস্ফীতিকে উসকে দেবে, সেখানে ফোকাস করলাম।

তিনি বলেন, আরেকটি প্রায়োরিটি দেওয়া উচিত, সুশাসনকে ফেরত আনা। যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। সরকার পরিচালনায়, জ্বালানি খাতে, ব্যাংক খাতে, সেই সুশাসনকে ফিরিয়ে আনতে কিছু কাজ শুরু করেছে সরকার। এগুলোকে কনসলিডেটেড করার ব্যাপার আছে।

বেসরকারি গবেষণা সংস্থা- সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, একদিকে প্রবৃদ্ধি, আরেকদিকে বেকারত্বের সঙ্গে দরিদ্র জনগণের সংখ্যা বাড়ছে। এই যখন দর্শন হবে, আপনি যত বড় বাজেট করেন, সেটা দিয়ে আপনি মানুষের চাহিদা মেটাতে পারবেন না।

ফাহমিদা বলেন, অনেকেই বলছেন, বাজেটে জনগণ কোথায়। আপনি সাধারণ একজন জনগণকে জিজ্ঞাসা করেন; আমরা করেও দেখেছি, তারা মনে করে বাজেট মানে হচ্ছে জিনিসপত্রের দাম বাড়বে। অর্থাৎ তারা সেভাবেইও দেখেছে।।করব্যবস্থাটা মানুষের স্বস্তি দেওয়ার কাজ করেনি এতদিন পর্যন্ত। বাজেটে ব্যয়ের ভিত্তিতে আয় নির্ধারণ করে থাকি। ২০ কোটি জনগণের চাহিদাটা অনেক বেশি। সেজন্যই সেই চাহিদা মাথায় রেখে আয়বিন্যাসটা এমনভাবে করতে হবে, যেটা মানুষের ওপরে চাপ তৈরি করবে না।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, গত কয়েক বছরে ধারাবাহিকভাবে আমরা মূল্যস্ফীতির যে চাপ দেখছি, মানুষের ক্রয়ক্ষমতার অবনমন দেখছি, তারা কিন্তু আশা করবে এই বাজেটে তাদের সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি থাকবে।

তিনি বলেন, অর্থনৈতিক বিনিয়োগের একটা স্থবিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অস্বীকার করার উপায় নেই। সুতরাং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যারা আছেন, তাদের একটা প্রত্যাশা থাকবে যে বিনিয়োগকে চাঙ্গা করার জন্য এই বাজেটে প্রস্তাব থাকবে।

আলোচনায় বাজেট নিয়ে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বিকেএমইর নির্বাহী পরিচালক মোহাম্মাদ হাতেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন, অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম. তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১২

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৩

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৪

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৫

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৬

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৭

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৮

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৯

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

২০
X