কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৪:১৫ এএম
অনলাইন সংস্করণ

‘১৫ বছরের দুর্নীতির কারণে আর্থিক খাতের অবস্থা অত্যন্ত খারাপ’

গোলটেবিল বৈঠক। ছবি : কালবেলা
গোলটেবিল বৈঠক। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্ট বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিরতা আর বিগত ১৫ বছরের দুর্নীতির কারণে দেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ অবস্থায় আছে।

শনিবার (৩১ মে) ঢাকায় ‘বাজেট ভাবনা ২০২৫-২৬’ শিরোনামে এক গোলটেবিলে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর কাকরাইলে এইচআর ভবন মিলনায়তনে দেশ টিভি এ গোলটেবিল আয়োজন করে।

আবদুল আওয়াল মিন্টু বলেন, বাংলাদেশের আর্থিক খাতে দুটি সমস্যা; ব্যাংকের পরিচালন পর্ষদ, তারা রাজনৈতিক উদ্দেশে, রাজনৈতিক সহায়তায় একটা লুটপাট চালিয়েছে গত ১৫ বছর- এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। দুই নম্বর হল, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একদম আইসিইউতে আছে বেসরকারি খাতে বিনিয়োগ। যদি বিনিয়োগ আইসিইউতে থাকে, তাহলে যে বিনিয়োগকারী, সে তো বিনিয়োগ ফেরত নিতে পারছে না।

এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বলেন, একটি হল ব্যাংকের নিজস্ব অনিয়ম, নিজস্ব দুর্নীতি; আরেকটি হল সাধারণ নিয়মে অর্থনীতির সমস্যা। সে সমস্যার কারণে যে ঋণ নিয়েছে, সে এখন ঋণটা পরিশোধ করতে পারছে না। এই সবগুলোর সমন্বয়ে আসলেই কিন্তু বাংলাদেশের আর্থিক খাত অত্যন্ত খারাপ অবস্থায় আছে। যে যা-ই বলুক।

তিনি বলেন, ভালো বাজেট বলতে আমরা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য চাই, অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি চাই, স্থানীয় শিল্পের উৎপাদন বৃদ্ধি চাই, উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যকে আরও প্রতিযোগিতামূলক করতে চাই। দেশের রপ্তানি সামর্থ্য বাড়াতে চাই, সার্বিক চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে জোরদার করতে চাই। জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করতে চাই, জীবন-যাপনের মানোন্নয়ন করতে চাই, আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে রাজস্ব নীতি চাই, মূল্যস্ফীতি সীমিত করতে চাই, অবকাঠামোর উন্নয়ন চাই।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ বলেন, সরকার পরিচালিত হতে হলে কিছু অবকাঠামো লাগে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কিন্তু এই সময়টা কি সেই সময়, যখন ভৌত অবকাঠামোও নয়, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য সাড়ে ১৬ শতাংশ বরাদ্দ ধরা হয়েছে। আমরা কি আসলেই বাজেটে ব্যয় কমাতে সক্ষম হলাম? রাইট ফোকাসটা করলাম? আমরা তো যে জিনিসটা মূল্যস্ফীতিকে উসকে দেবে, সেখানে ফোকাস করলাম।

তিনি বলেন, আরেকটি প্রায়োরিটি দেওয়া উচিত, সুশাসনকে ফেরত আনা। যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। সরকার পরিচালনায়, জ্বালানি খাতে, ব্যাংক খাতে, সেই সুশাসনকে ফিরিয়ে আনতে কিছু কাজ শুরু করেছে সরকার। এগুলোকে কনসলিডেটেড করার ব্যাপার আছে।

বেসরকারি গবেষণা সংস্থা- সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, একদিকে প্রবৃদ্ধি, আরেকদিকে বেকারত্বের সঙ্গে দরিদ্র জনগণের সংখ্যা বাড়ছে। এই যখন দর্শন হবে, আপনি যত বড় বাজেট করেন, সেটা দিয়ে আপনি মানুষের চাহিদা মেটাতে পারবেন না।

ফাহমিদা বলেন, অনেকেই বলছেন, বাজেটে জনগণ কোথায়। আপনি সাধারণ একজন জনগণকে জিজ্ঞাসা করেন; আমরা করেও দেখেছি, তারা মনে করে বাজেট মানে হচ্ছে জিনিসপত্রের দাম বাড়বে। অর্থাৎ তারা সেভাবেইও দেখেছে।।করব্যবস্থাটা মানুষের স্বস্তি দেওয়ার কাজ করেনি এতদিন পর্যন্ত। বাজেটে ব্যয়ের ভিত্তিতে আয় নির্ধারণ করে থাকি। ২০ কোটি জনগণের চাহিদাটা অনেক বেশি। সেজন্যই সেই চাহিদা মাথায় রেখে আয়বিন্যাসটা এমনভাবে করতে হবে, যেটা মানুষের ওপরে চাপ তৈরি করবে না।

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, গত কয়েক বছরে ধারাবাহিকভাবে আমরা মূল্যস্ফীতির যে চাপ দেখছি, মানুষের ক্রয়ক্ষমতার অবনমন দেখছি, তারা কিন্তু আশা করবে এই বাজেটে তাদের সেটা থেকে কিছুটা হলেও স্বস্তি থাকবে।

তিনি বলেন, অর্থনৈতিক বিনিয়োগের একটা স্থবিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অস্বীকার করার উপায় নেই। সুতরাং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যারা আছেন, তাদের একটা প্রত্যাশা থাকবে যে বিনিয়োগকে চাঙ্গা করার জন্য এই বাজেটে প্রস্তাব থাকবে।

আলোচনায় বাজেট নিয়ে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বিকেএমইর নির্বাহী পরিচালক মোহাম্মাদ হাতেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন, অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম. তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার 

‘আমার লক্ষ্য কেবল নির্বাচন নয়, জনগণের অধিকার নিশ্চিত করা’

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ 

ইরানের পাঁচশ মিসাইলের মধ্যে ২০০টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত?

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে : মুরাদ

সদস্যপদ নবায়ন কার্যক্রম গতিশীল করতে বৈঠক বিএনপির

১০

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি : আমিনুল হক

১১

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিএসসিসির সঙ্গে এনজিও’র সমঝোতা সই

১২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

১৩

বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

১৪

এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ 

১৫

জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী উদ্বোধন / শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক আর আসবে কিনা সন্দেহ আছে : এবি পার্টি

১৬

ঢাকায় মানি এক্সচেঞ্জ কর্মীর পরিকল্পনায় ৫ লাখ রিয়াল ছিনতাই

১৭

৭ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অতঃপর...

১৮

সিলেটে জেলা প্রশাসকের অপসারণ চাইলেন সাবেক মেয়র আরিফুল

১৯

প্রবাসীদের বড় সুখবর দিল সরকার 

২০
X