কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৪:৩৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কমিশনের নতুন ফর্মুলা

ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। ছবি : সংগৃহীত
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের নতুন ফর্মুলা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৩ জুলাই) ১২তম দিনের সংলাপে প্রস্তাব পেশ করা হয়। সে অনুযায়ী র‍্যাংক চয়েজ (পছন্দক্রম ভোটে) পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন করা হবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংলাপে বলেছেন, গত বৃহস্পতিবারের সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে দুটি প্রস্তাব করা হয়েছিল। আজ (রোববার) একটি সংশোধিত প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে সোমবারের (১৪ জুলাই) মধ্যে প্রস্তাব দিতে বলা হয়েছে। এ নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্য আসা যাবে বলে আশা করছি। চলতি মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা যাবে বলে আশাবাদী।

কমিশনের ফর্মুলা অনুযায়ী, সংসদের মেয়াদ অবসানের ১৫ দিন আগে এবং মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে, সংসদ ভঙ্গের ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এক কক্ষের সংসদ গঠিত হলে, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা বা চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় উপনেতা বা বিরোধীদলীয় চিফ হুইপ এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি নিয়ে সাত সদস্যের কমিটি গঠিত হবে। যদি দুই কক্ষের সংসদ হয়, তবে উচ্চকক্ষের চেয়ারম্যান, বিরোধীদলীয় ডেপুটি চেয়ারম্যান, উচ্চকক্ষের নেতা, উচ্চকক্ষের বিরোধীদলীয় নেতা, রাষ্ট্রপতির মনোনীত উচ্চকক্ষের একজন সদস্য এবং প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলের একজন সদস্যও কমিটিতে অন্তর্ভুক্ত হবেন।

কমিটি যদি ঐকমত্যের ভিত্তিতে একজন চূড়ান্ত করতে পারে, তবে তাকেই প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। ঐকমত্য না হলে প্রধান উপদেষ্টা পদের জন্য সরকারি দল বা জোট এবং প্রধান বিরোধী দল বা জোট পাঁচজনকে মোট ১০ জনের নাম প্রস্তাব করবে। সংসদের উভয় কক্ষের তৃতীয় বৃহত্তম দল দুজন করে চারজনের নাম প্রস্তাব করবে।

কমিটি এই ১৪ জনের নাম নিয়ে সংসদে শুনানি করবে। এর ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি দল বা জোট বিরোধী দলের প্রস্তাব করা পাঁচজনের নাম থেকে একজনকে বাছাই করবেন। একইভাবে বিরোধী দল বা জোট সরকারি দলের পাঁচজনের তালিকা থেকে একজনকে বাছাই করবে। সরকার ও বিরোধী দল তৃতীয় বৃহত্তম দলগুলোর প্রস্তাবিত চারজনের নাম থেকে একজন করে দুজনের নাম বাছাই করবে। সংসদের তৃতীয় বৃহত্তম দল সরকারি এবং বিরোধী দলের প্রস্তাবিত ১০ জনের নাম থেকে একজনকে বাছাই করবে।

সব পক্ষের বাছাই করা পাঁচটি নাম নিয়ে কমিটির সদস্যরা র‍্যাংক চয়েজ পদ্ধতিতে ভোট দেবেন। যিনি সর্বোচ্চ ভোট পাবেন, তিনিই হবে প্রধান উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ধর্ষণ চেষ্টার অভিযোগে কওমি মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সৌদির সঙ্গে ঘেঁষতে চায় লেবাননের ইরানপন্থি গোষ্ঠী

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

১০

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

১১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

১২

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

১৩

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

১৪

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১৫

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১৬

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৭

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৮

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৯

ঢাকায় আসছেন জাকির নায়েক

২০
X