কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৪:৩৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কমিশনের নতুন ফর্মুলা

ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। ছবি : সংগৃহীত
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা। ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের নতুন ফর্মুলা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৩ জুলাই) ১২তম দিনের সংলাপে প্রস্তাব পেশ করা হয়। সে অনুযায়ী র‍্যাংক চয়েজ (পছন্দক্রম ভোটে) পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন করা হবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংলাপে বলেছেন, গত বৃহস্পতিবারের সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে দুটি প্রস্তাব করা হয়েছিল। আজ (রোববার) একটি সংশোধিত প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে সোমবারের (১৪ জুলাই) মধ্যে প্রস্তাব দিতে বলা হয়েছে। এ নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্য আসা যাবে বলে আশা করছি। চলতি মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা যাবে বলে আশাবাদী।

কমিশনের ফর্মুলা অনুযায়ী, সংসদের মেয়াদ অবসানের ১৫ দিন আগে এবং মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে, সংসদ ভঙ্গের ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এক কক্ষের সংসদ গঠিত হলে, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা বা চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় উপনেতা বা বিরোধীদলীয় চিফ হুইপ এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি নিয়ে সাত সদস্যের কমিটি গঠিত হবে। যদি দুই কক্ষের সংসদ হয়, তবে উচ্চকক্ষের চেয়ারম্যান, বিরোধীদলীয় ডেপুটি চেয়ারম্যান, উচ্চকক্ষের নেতা, উচ্চকক্ষের বিরোধীদলীয় নেতা, রাষ্ট্রপতির মনোনীত উচ্চকক্ষের একজন সদস্য এবং প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলের একজন সদস্যও কমিটিতে অন্তর্ভুক্ত হবেন।

কমিটি যদি ঐকমত্যের ভিত্তিতে একজন চূড়ান্ত করতে পারে, তবে তাকেই প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। ঐকমত্য না হলে প্রধান উপদেষ্টা পদের জন্য সরকারি দল বা জোট এবং প্রধান বিরোধী দল বা জোট পাঁচজনকে মোট ১০ জনের নাম প্রস্তাব করবে। সংসদের উভয় কক্ষের তৃতীয় বৃহত্তম দল দুজন করে চারজনের নাম প্রস্তাব করবে।

কমিটি এই ১৪ জনের নাম নিয়ে সংসদে শুনানি করবে। এর ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি দল বা জোট বিরোধী দলের প্রস্তাব করা পাঁচজনের নাম থেকে একজনকে বাছাই করবেন। একইভাবে বিরোধী দল বা জোট সরকারি দলের পাঁচজনের তালিকা থেকে একজনকে বাছাই করবে। সরকার ও বিরোধী দল তৃতীয় বৃহত্তম দলগুলোর প্রস্তাবিত চারজনের নাম থেকে একজন করে দুজনের নাম বাছাই করবে। সংসদের তৃতীয় বৃহত্তম দল সরকারি এবং বিরোধী দলের প্রস্তাবিত ১০ জনের নাম থেকে একজনকে বাছাই করবে।

সব পক্ষের বাছাই করা পাঁচটি নাম নিয়ে কমিটির সদস্যরা র‍্যাংক চয়েজ পদ্ধতিতে ভোট দেবেন। যিনি সর্বোচ্চ ভোট পাবেন, তিনিই হবে প্রধান উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পর্কে যেসব আচরণ দেখলে সতর্ক হওয়া জরুরি

আবারও ব্যর্থ সাকিব, টানা দ্বিতীয় হার দুবাইয়ের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণ / দেশজুড়ে হবে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলবে লাখ টাকা পুরস্কার

আগামী সপ্তাহে গাজার বিষয়টি গুছিয়ে ফেলব : ট্রাম্প

যাত্রী রেখে চলে গেল ট্রেন, স্টেশন মাস্টার বরখাস্ত

সবসময় ডি ভিলিয়ার্সের মতো পজিটিভ থাকতে চান শামীম

প্রথমবার ব্যাংক থেকে নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আজ জুলাই উইমেন্স ডে, ঢাবিতে থাকছে যেসব আয়োজন

ফোন নম্বর ছাড়াই চলবে নতুন এই অফলাইন মেসেজিং অ্যাপ

ক্লাব বিশ্বকাপে কে কোন পুরস্কার পেলেন?

১০

ঘর থেকে মা ও ২ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

১১

খেলার মাঠে মিলল নিখোঁজ স্কুলশিক্ষকের মরদেহ  

১২

অপরাধের শীর্ষে ৩ শহর

১৩

বিটকয়েনের ইতিহাসে রেকর্ড দাম

১৪

ভাইরাল সেই ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা

১৫

সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

১৬

পুয়ের্তো রিকোর পথে মৃত্যু ৭

১৭

সেনাবাহিনীতে চাকরির সুযোগ

১৮

রেলক্রসিংয়ে ট্রাক বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

১৯

৩৯ ধরনের সেবা পেতে লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণ

২০
X