সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের নেতাকর্মীদের নিয়ে যে দাবি করলেন রিজভী

রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

নিপীড়ন ও নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামায়াতে ইসলামীতে ঠাঁই হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি করেন তিনি।

রিজভী বলেন, এখন আমরা খবর পাই, বিভিন্ন এলাকায় এলাকায় ওই সব নিপীড়নকারী-নির্যাতনকারী আওয়ামী লীগারদের জামায়াতের সদস্য করা হচ্ছে। এর প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, সামাজিক মাধ্যমে সব প্রকাশ হচ্ছে।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার ভাইদের বলি, ফ্যাসিবাদের দোসররা౼ যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে, অতীত কর্মকাণ্ড আছে౼ তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে, এটা আপনাদের নিশ্চিত করতে হবে।

ডাকসু-জাকসুতে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, কেউ কেউ মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ে একধরনের ফলাফল হয়েছে। গণতন্ত্রে সাধারণ ছাত্রসমাজের ইচ্ছার প্রতিফলন, তার বিরুদ্ধাচারণ না করি। কিন্তু এই ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, এটা ধরা পড়বে। যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে।

এ সময় সদ্য অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে একটি ছাত্র সংগঠনের বিজয় কোনো মাস্টারপ্ল্যানের অংশ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেদিন ভোট, সেদিন ভোটার তৈরি করা হচ্ছে এবং সেটা হাতে লিখে। এগুলো কি অনিয়ম নয়? আপনি জালিয়াতি না বললেও এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামগ্রিক ম্যাকানিজম, যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়। সেখানে ব্যালট পেপার ছাপানো হবে, ব্যালট বই ছাপানো হবে, সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন? সেখানকার শিক্ষকরা পর্যন্ত নির্বাচন বর্জন করেছেন অনিয়ম দেখে। ঠিক একই কাজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট একটি প্রেস থেকে, এটা তো করতে পারেন না।

রহস্যজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানো হবে সেটা সরকারি কোনো প্রেস, বিজি প্রেস হতে পারে অথবা অন্য কোনো প্রেস থেকে। সেই ব্যালট পেপারে কোনো নম্বর নেই, এটা রহস্যজনক ঘটনা। সেই ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট কোনো প্রেস থেকে, যেটার মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সম্পর্ক আছে, যা প্রমাণিত হয়েছে। তাহলে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব মিলিয়ে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে কোনো একটা গভীর নীলনকশা তৈরি হচ্ছে কি না, সেটা আজ মানুষকে ভাবিয়ে তুলেছে। অর্থাৎ ‘আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদের (বিএনপি) ঘায়েল করতে হবে’౼ ডাকসু ও জাকসুতে এমন কোনো মাস্টারপ্ল্যান করা হয়েছে কি না, এই প্রশ্ন আজ দেশবাসীর।

রিজভী বলেন, আমরা যেটা দেখছি, সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্যও বিপজ্জনক এবং মানুষের যে ধর্মীয় চেতনা, এটার জন্যও বিপজ্জনক। এখানে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আবার এসে টেলিভিশনে নাটকও দেখেন, গানও শোনেন౼ নজরুল গীতি, রবীন্দ্রসংগীত শোনেন। কিন্তু আপনি যখন একপাক্ষিক করে ফেলবেন, সমাজ আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদে রূপ নেবে। ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায় হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতি এবং এটা আসলে পরে আরও সর্বনাশ। মেয়েরা তখন কীভাবে চলবে, সেখানে তো মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে। মেয়েদের যে অধিকার সেই অধিকার যদি হরণ হয়, তাহলে ভয়ংকর পরিণতি হবে। দেখা গেছে, উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে, সেসব দেশে মেয়েদের কোনো অধিকার নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিইএব) উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

সংগঠনের আহ্বায়ক মো. হানিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে বিএনপির সাইফুল আলম নীরবসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

সোমবার থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

শুভ জন্মদিন রাহিতুল ইসলাম 

হেসে খেলেই পাকিস্তানকে হারাল ভারত

মালয়েশিয়া প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ

৩৩ বছর বয়সে উপজেলা বিএনপি সদস্য সচিব হলেন সোহেল রানা

সোমবার সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নাশকতার মামলায় ফখরুল-গয়েশ্বরসহ ৭০ জনকে অব্যাহতি 

রাজশাহীর ১ লাখ ৩৫ হাজার শিশু পাবে টাইফয়েডের টিকা

কারাতেতে নতুন দিগন্ত, ১২০০ প্রতিযোগীকে নিয়ে মহাযজ্ঞ

১০

সুন্দরবনের নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১২

নিখোঁজের পরদিন রেললাইনের ঝোঁপে মিলল ব্যবসায়ীর লাশ

১৩

নুরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘সময়সীমা’ বেঁধে দিল গণঅধিকার পরিষদ

১৪

সিলেটের জেলা প্রশাসক সারোয়ারকে শোকজ

১৫

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

১৬

২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

১৭

আ.লীগের নেতাকর্মীদের নিয়ে যে দাবি করলেন রিজভী

১৮

শিক্ষার উন্নয়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ : আনোয়ার

১৯

বিএনপি আজ হোক কাল পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে : ফয়জুল করীম

২০
X