নিখোঁজের একদিন পর জামশেদ ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামশেদ ভূঁইয়া কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার তৃতীয় ছেলে।
এর আগে নিখোঁজের সন্ধান চেয়ে জামশেদ ভাই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে বলে জানায় পরিবার।
স্বজনরা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে জামশেদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। একজন রিকশাচালকের মাধ্যমে খবর পেয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে দেড় কিমি দূরে বদরপুর মাদ্রাসার পশ্চিম পাশে রেললাইনের ঝোঁপঝাড়ের মাঝ থেকে জামশেদের মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা আরও জানান, এক ছেলে এক মেয়ের জনক জামশেদ শনিবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন