কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল ছাড়লেন নুর

হাসপাতাল ছাড়ছেন নুর। ছবি : সংগৃহীত
হাসপাতাল ছাড়ছেন নুর। ছবি : সংগৃহীত

১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন তিনি।

বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। ফলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছেন।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাবো। এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।

এদিকে নুরের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটি জানিয়েছে, নুর ঢাকা মেডিকেল থেকে আপাতত বাসায় ফিরেছেন, আজ বিকেল ৫ টায় ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেন। তবে তার পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ঢাকা মেডিকেল তার নাকের অপারেশনের বিষয়ে জানিয়েছে এই মূহুর্তে ঝুকিপূর্ণ। কিন্তু নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক এখনই অপরাশেন করতে পারলে ভালো হয় এল জানিয়েছেন। এজন্য আজকে রাতে কয়েকজন ডাক্তারের সঙ্গে কথা বলে অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আর ডান পাশের মেগজিলায় আঘাত প্রাপ্ত হয়েছিলেন। সেখানেও অবশ হয়ে আছে, সেখানেও একটা অপারেশন করা লাগবে।

তিনি জানান, তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ করে আজকে রাতে অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হবেন নুর। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গতকাল ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেয় দলটি।

নুরের শারীরিক অবস্থা নিয়ে দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান গতকাল বলেন, ‘রোববার তাকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও আগের দিন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে। তার নাকের হাড়ের ভাঙন বেড়েছে, চোয়ালে জটিলতা দেখা দিয়েছে, ডানপাশ আংশিক অবশ হয়ে গেছে। এখনো তিনি শক্ত খাবার খেতে পারছেন না, কেবল তরল খাবার দেওয়া হচ্ছে। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নুরকে দ্রুত বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তরঙ্গ দৃশ্যে বাধ্য হয়ে কেঁদেছিলেন এই অভিনেত্রী

শোকজের প্রতিক্রিয়ায় যা জানালেন সিলেটের ডিসি সারওয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ

নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে

জকসু ও বৃত্তি আদায়ে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিবিরের

প্রাক্তনকে স্বপ্ন দেখছেন? কারণ কী

কুবিতে নতুন ১৮ বিভাগ চালুর সুপারিশ

ইয়ুথ ভলানটিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাকসু প্রার্থী দ্বীপ

চট্টগ্রামে সড়কে ঝরল ৪ তাজা প্রাণ

গয়নার লোভে বিয়ে করতে চাইতাম : সুদীপা চ্যাটার্জি

১০

আলোচিত এসপি সফিউল্লার ভাইয়ের মৃত্যু নিয়ে গুঞ্জন

১১

কাতার হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে রুবিওর বৈঠক

১২

৩ ইসলামি দলের কর্মসূচি ঘোষণা

১৩

কুবিতে বিকেল ৫টার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৪

নির্বাচন বানচালকারীরা আপনার কাছাকাছি রয়েছে, প্রধান উপদেষ্টাকে ফারুক

১৫

ছবিগুলো কার তোলা জানি না, ফেসবুক পোস্টে কুসুম

১৬

নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল

১৭

বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা

১৮

কবরস্থানে ককটেল বিস্ফোরণ

১৯

সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

২০
X