বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে। এই সরকার দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিদের ইন্ধন জুগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ডক্টর ইউনুসকে বলব, আপনি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য। আশা করি আপনার দেশের নির্যাতিত মানুষের কথাও বলবেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাববৈঠকী কর্তৃক মাজারে হামলার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মাজহার বলেন, মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। এই সরকার আসার পরে ফৌজদারি অপরাধে অপরাধীদের বিচার আওতায় এনেছে, এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। কুমিল্লার ঘটনায় স্থানীয় প্রশাসন যে ভূমিকা রেখেছে, এটা খুব লজ্জাজনক। যার যার ধর্ম রক্ষা করা এবং নিশ্চিত করার দায়িত্ব এ সরকারের। কিন্তু এই সরকার দায়িত্ব পালন করছে না।
রাজবাড়ীর ঘটনা নিয়ে তিনি বলেন, কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ন হয়েছে। কী কারণে এই সরকার মাজার ভাঙার ব্যাপারে কোনো পদক্ষেপ দিচ্ছে না আমরা জানি না। আমাদের সন্দেহ হচ্ছে ধর্মকে আন্তর্জাতিকভাবে হেও করার চেষ্টা চলছে।
ইসলাম ধর্ম নিয়ে এই চিন্তাবিদ বলেন, বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তর করার অপচেষ্টা চলছে এবং বর্তমান সরকার তা-ই করে যাচ্ছে। এই সরকার দেশের জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে এই অপশক্তিদের ইন্ধন জুগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনুসকে বলব, আপনি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য। আশা করি আপনার দেশের নির্যাতিত মানুষের কথাও বলবেন।
তিনি আরও বলেন, আমাদের দেশের ইস্যুর চেয়ে রোহিঙ্গা ইস্যু বড় কিছু না। আমরা স্বরাষ্ট্র, ধর্ম, সংস্কৃতি, আইন, এই চারজন উপদেষ্টার কাছে একটা কমিটি নিয়ে যাব মাজার সংস্কার করার জন্য।
সমাবেশে উপস্থিত ছিলেন বাউল শিল্পী মহারাজ আবুল সরকার, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এ্যাড.দেলোয়ার হোসেন, সুজন সরকার সহ প্রমুখ।
মন্তব্য করুন