কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পিআর-শাপলা ছাড়া নির্বাচন হবে না’, বিপজ্জনক বললেন সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

‘পিআর পদ্ধতি বা শাপলা প্রতীক ছাড়া নির্বাচন হবে না’, এমন হুঁশিয়ারিমূলক বক্তব্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, “জামায়াতে ইসলামী নিম্নকক্ষে পিআর দাবি করছে, সেটা তারা করতেই পারে। পিআর ইস্যুটা তারা জোর দিয়ে সামনে এনেছে। তারা জনমত তৈরি করছে। সেই অধিকার তাদের আছে। ‘কিন্তু পিআর না হলে নির্বাচন হবে না’, সেই অবস্থান অত্যন্ত বিপজ্জনক। এই অবস্থান দায়িত্বশীল হবে না। এই অবস্থানে কেউ গেলে বলতে হবে আপনি শক্তি পরীক্ষার মাধ্যমে মীমাংসা চাইছেন এবং আপনি পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলছেন। কিংবা হঠাৎ সারজিস আলম বলে উঠলো যে, শাপলা না পেলে হবে না। কিন্তু এটা কোনো দায়িত্বশীল বক্তব্য নয়।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সম্পাদকীয়তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, “কোনো কোনো রাজনৈতিক দল যে জায়গায় যাচ্ছে, তাতে তারা বলতে চায় ‘আমি এটা না হলে ওটা করব না, অথবা আমার অমুক জিনিস না পেলে কীভাবে নির্বাচন হয়, তা দেখে নেবো।’ কিন্তু এই ভাষাগুলো ভালো না; এগুলো ইতিবাচক না; গণতান্ত্রিকও না। সবাইকেই একটা যুক্তি সংগত জায়গায় দাঁড়ানো দরকার।”

তিনি বলেন, ‘প্রথম ঐকমত্য কমিশনের বৈঠকে আমাদের মধ্যে একটা পদ্ধতিগত জায়গা তৈরি হয়েছিল। বিষয়টা এমন ছিল যে, যা কিছু ঐকমত্য হবে না, সেটা জনগণ মীমাংসা করবে; নির্বাচন মীমাংসা করবে। এটা পদ্ধতি হিসেবে না নিয়ে শক্তি পরীক্ষার জায়গায় গেলে সংঘাত টেনে আনা হবে। কারণ শক্তি পরীক্ষায় এক দল শক্তি দেখাতে গেলে তো আরেক দল শক্তি দেখাতে যাবে। কাজেই অনিবার্য সংঘাত তৈরি হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আর্টিকেল ৭০ ইস্যুতে ৪টি একসেপশনের কথা বলা হয়েছিল। প্রথম ২টি একসেপশনে সবাই রাজি। কিন্তু বিএনপির পক্ষ থেকে আরও ২টি একসেপশনের কথা বলা হয়। তখন মীমাংসাটা হলো যে, এই ২টি এমনভাবে রাখা হোক, যেন দলগুলো তাদের ইশতেহারে নিয়ে যেতে পারে। নির্বাচনী ইশতেহারে নিয়ে গেলে বিএনপি ওই ৪ একসেপশন নিয়ে যাবে। যারা ২ একসেপশনের সমর্থক, তারা ২ একসেপশন নিয়ে যাবে। যে জয় লাভ করবে, সেই অনুযায়ী আর্টিকেল ৭০ সংস্কার করা হবে। সেটা তখন আমরা সেভাবে গ্রহণ করেছিলাম। ধরে নিয়েছিলাম সেভাবেই যাবে।’

তিনি আরও বলেন, ‘মধ্যপথে হঠাৎ উচ্চ কক্ষের পিআর নিয়ে বিতর্ক শুরু হলো, তারপর এটার কোনো মীমাংসা হলো না। ওইটা নিয়ে কিছু রাজনৈতিক বাদানুবাদ থেকে তখন দেখা গেল নিম্ন কক্ষে পিআরের দাবিটা বারবার সামনে আসছে। কিন্তু এটাও মনে রাখা দরকার যে, নিম্ন কক্ষের পিআর কিন্তু ঐকমত্যের আলোচনায় আসেনি। অর্থাৎ, অ্যাজেন্ডাই হয়নি। যদিও এখন কোনো একটা দল দাবি উত্থাপন করতেই পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

বিশ্ব হার্ট দিবসে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ করবে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল

সম্পর্কে জড়ানোর আগে এই ৫ বিষয় না ভেবে ভুলেও এগোবেন না

সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা

সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির সুযোগ

মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হলেন মাসুদ হোসেন আলমগীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা

নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেফটিক ট্যাংকে

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে চাকরির সুযোগ

১০

চাঁদপুর-চট্টগ্রাম রুটে নতুন ট্রেনের দাবি

১১

এখন গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন : সাকী

১২

‘পিআর-শাপলা ছাড়া নির্বাচন হবে না’, বিপজ্জনক বললেন সাকি

১৩

অফিসার-ক্যাশ ম্যানেজমেন্ট পদে একাধিক জনবল নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন

১৪

‘আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো’, মির্জা ফখরুলের মেয়ের স্ট্যাটাস

১৫

শেখ হাসিনাকে নিয়ে মোদিকে কটাক্ষ করলেন ওয়াইসি

১৬

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর

১৭

মসজিদ তহবিলের টাকা লুটে যুক্তরাজ্যে পালালেন আ. লীগ নেতা

১৮

শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াতের শুভেচ্ছা

১৯

‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে ফখরুলের ছবি নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া 

২০
X