দেশে একটি ভালো নির্বাচনের জন্য বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে বলে জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা লায়ন মো. ফারুক রহমান।
তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনকে আওয়ামী দোসরমুক্ত করতে হবে। সচিবালয়সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী দোসরদের বহাল রেখে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
রোববার (০৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে লায়ন ফারুক এসব কথা বলেন।
বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, প্রশাসন, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের সকল পর্যায় তারা লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র এবং সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। দেশের প্রায় এক কোটি প্রতিবন্ধীকে নানাভাবে সহায়তার মাধ্যমে সমাজ ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
লায়ন ফারুক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার সময় এখন, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন ১৮ কোটি জনতা; যে বাংলাদেশে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের কারণে কোনো মানুষের মধ্যে পার্থক্য করা হবে না- এমন বাংলাদেশই আজ মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্য ১৮ কোটি মানুষ যে ব্যক্তির দিকে তাকিয়ে আছে তিনি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসী গত ১৬ বছর তারেক রহমানের সহযাত্রী ছিলেন বলেই শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন