সম্প্রতি বিবিসিকে দেওয়া তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী বলে মন্তব্য করেছেন ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
সোমবার (৬ অক্টোবর) কালবেলাকে বিশেষ এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি।
আবিদ বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের বক্তব্যকে বিকৃত করছে নির্দিষ্ট একটি গোষ্ঠী। তারেক রহমানের বক্তব্য স্পষ্ট। তিনি বলেননি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীর জীবন জাহান্নাম বানিয়ে ফেলবেন। তারেক রহমান আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে বক্তব্যকে ঘিরে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
আবিদ আরও বলেন, সেই নির্দিষ্ট একটি গোষ্ঠী বা মহল আওয়ামী লীগের ভোট পেতে এসব করছে। অথচ তারাই আওয়ামীলীগকে নিষিদ্ধ চায়। যারা তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করছে তারা এমন একজনের অনুসারী যিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।
মন্তব্য করুন