গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তাকে আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, অসহায় ফিলিস্তিনের জন্য গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিলেন শহিদুল আলম। তিনি নিজের জীবনের পরোয়ারা না করে গাজায় যুদ্ধবিধ্বস্ত অসহায়ের পাশে দাঁড়াতে গেছেন। আটকের মুহূর্তেও তিনি ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করেছেন। বাংলাদেশিরা বীর, শহিদুল আলম সাহসী বীর।
বুধবার (০৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাদের সাথে এক মতবিনিময় সভায় রিজভী এসব কথা বলেন।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তার মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে। তিনি কোনো রাজনৈতিক দলের নেতার প্রতি অশোভন মন্তব্য করেননি। অথচ শেখ হাসিনা রাজনৈতিক কালচারটা এত নিচে নামিয়ে ফেলেছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি বলেন, পতিত আওয়ামী স্বৈরাচারের শাসনামলে ড্যাবের কোনো নেতাকর্মীই শান্তিতে ছিলেন না। যারা যৌবনে ছাত্রদল করেছে অথবা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, তারা পদোন্নতি পাননি। বিদেশ যাত্রা থেকে বঞ্চিত ছিলেন। চাকরিচ্যুত করা হয়েছে জাতীয়তাবাদী ঘরানার ডাক্তারদের। জুনিয়রদের প্রমোশন দিয়ে তাদের নিয়ন্ত্রণে সেসব ডাক্তারদের কাজ করতে বাধ্য করা হতো। মেধাকে অবক্ষয়ের দিকে নিয়ে গিয়েছিল।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বেসরকারি একটি পরিসংখ্যানে দেখা গেছে- বছরে প্রায় ৪০ লাখ রোগী বিভিন্ন হাসপাতালের ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। ৭০ ভাগ সাধারণ মানুষ অক্সিজেন সেবা পাচ্ছে না। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হলে ড্যাবের পরামর্শ গ্রহণ করে হেলথ সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে হবে। চিকিৎসাসেবাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে হবে।
ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনাল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. একেএম খালেকুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ।
রিজভীর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদকদের বৈঠক
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের সাংগঠনিক সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম এবং মিডিয়াসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, দলের ভারপ্রাপ্ত চেয়াম্যানের বিশেষ সহাকারী ড. সাইমুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমাম শামীম, অধ্যক্ষ সেলিম ভুইয়া, শরীফুল আলম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, আকন কুদ্দুসর রহমান, আব্দুল খালেক, মিফতাহ সিদ্দিকী, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নির্দেশনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ মিডিয়ায় দলের ভূমিকা তুলে ধরার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে নানা অপপ্রচার-প্রোপাগান্ডা চলছে, সে ব্যাপারেও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন