মিজানুর রহমান, ফেনী
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

দেশে ফিরলেন দুবাইয়ে জাহাজে আটক সেই সিফাত

আজহারুল হক সিফাত। ছবি : সংগৃহীত
আজহারুল হক সিফাত। ছবি : সংগৃহীত

কালবেলায় বহুল প্রচারের পর অবশেষে ১৬ মাস দুবাইতে জাহাজে আটক ফেনীর সোনাগাজীর বাসিন্দা আজহারুল হক সিফাত মুক্তি পেয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফিরেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুবাই থেকে ওমানের মাস্কট সুলতান খাবুস সমুদ্র বন্দরে গ্লোবাল মরিয়া নামক জাহাজ থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নামেন সিফাত। এরপর মাস্কট বিমানবন্দর থেকে ইউএস বাংলা বিমানযোগে বুধবার (৮ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের মাটিতে পা রাখেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে রিসিভ করেন।

ভুক্তভোগী আজহারুল হক সিফাত ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিখারি গ্রামের লাল মিয়া ফকির বাড়ির মৃত বেলায়েত হোসেনের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে আজহারুল হক সিফাতের বড় ভাই জুলফিকার কালবেলাকে বলেন, ‘আমি কালবেলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কালবেলার অনলাইন, প্রিন্ট ও মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের দরুন বিষয়টি বহুল প্রচারিত হলে সরকারের সব মহল আমার ভাইকে উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি আমি নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়, উপসচিব মহোদয়, ফেনী জেলা প্রশাসক মহোদয়, শিপিং ডিপার্টমেন্টের ডিজি মহোদয় এবং নাবিক কল্যাণ পরিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

ভুক্তভোগী আজহারুল হক সিফাত কালবেলাকে বলেন, ‘শুকরিয়া জানাই পরম করুণাময় মহান রবের প্রতি। অবশেষে অনেক প্রতিকূলতা পার করে আপনাদের সবার দোয়া ও উপরস্থ মহলের চেষ্টায় বন্দি জীবন থেকে দেশে ফিরতে পারছি।’

তিনি আরও বলেন, ‘কালবেলাকে আন্তরিক ধন্যবাদ আমার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, দুবাইতে সামুদ্রিক জাহাজে ১৬ মাস আটক রেখে আজহারুল হক সিফাত নামে ওই যুবককে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছে তার পরিবার। প্রাইম ট্যাঙ্কারস নামে একটি প্রতিষ্ঠানের অধীনে এমটি গ্লোবাল পিস নামে একটি ট্যাঙ্কার জাহাজের ক্রু হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। গত ১৪ এপ্রিল জাহাজটির শেষ পণ্য খালাস হয়। সেদিনই সিফাতের সাইন-অফ হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানি ও চার্টার পার্টির মধ্যে আর্থিক দ্বন্দ্বের কারণে অবৈধভাবে তার পাসপোর্ট ও সিডিসি আটকে রাখা হয়। তাকে জাহাজ থেকে নামতে দেওয়া হয়নি। সেখানে সিফাতসহ সব ক্রুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে কালবেলা অনলাইন, প্রিন্ট ও মাল্টিমিডিয়া সংবাদ পরিবেশন করলে সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতায় অবশেষে দেশে ফিরলেন সিফাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন শুধু জাতীয় দলের হয়েই খেলতে চাইলেন রোনালদো?

যে শহরে দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

নির্বাচন কমিশনকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময় 

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

হৃদয়-মিরাজে ভর করে বাংলাদেশের লড়াই

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

১০ বছরে পাঠাও, রয়েছে মাসজুড়ে অফার

১০

রাকসু নির্বাচন / জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারের ‘ভোট চাইছেন’ শেখ হাসিনা!

১১

এখন পরনির্ভর হয়ে আছি, আমাদের স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

১২

দুদকের মামলায় সাবেক এমপি বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

১৩

শহিদুল আলমদের বহরের সব নৌযান আটক, কোথায় নেওয়া হচ্ছে?

১৪

বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত

১৫

মুখ খুললেন রাশমিকা মান্দানা

১৬

গুমের শিকার বিশেষ বন্দিদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো

১৭

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

১৮

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার

১৯

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

২০
X