কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান আমিনুল হকের

বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক আমিনুল হক।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের সিটি ক্লাবে পল্লবী ও রূপনগরের সর্বস্তরের জনগণের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলে এ আহ্বান জানান তিনি।

খালেদা জিয়াকে ‘বাংলাদেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক’ হিসেবে অভিহিত করে আমিনুল হক বলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ও দাবি আদায়ের জন্য দেশের মানুষের পাশে এক কাতারে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সব দল-মত নির্বিশেষে আমাদের প্রিয় মাতা, আমাদের প্রিয় নেত্রী, আমাদের সারা বাংলাদেশের অভিভাবক।

তিনি বলেন, নেত্রীর অসুস্থতার খবরে সারা দেশের মানুষ গভীরভাবে চিন্তিত। আজ সারা দেশের প্রতিটি সাধারণ মানুষ প্রতিটি মসজিদ-মাদ্রাসায়, প্রতিটি এতিম শিশু, প্রতিটি মাদ্রাসার হাফেজ, সারা বাংলাদেশের আলেম-ওলামা, মাশায়েখরা প্রত্যেকেই একসাথে দোয়া করছেন আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায়।

অনুষ্ঠানে উপস্থিত পল্লবী-রূপনগরের আলেম-ওলামা, মাশায়েখ, কোরআনের হাফেজ এবং মহানগর বিএনপির নেতাসহ সাধারণ অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল হক বলেন, আমরা সকলেই আজ এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনার জন্য। আমরা সেই মহান আল্লাহর কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আমরা প্রার্থনা করি, আপনাদের সবার দোয়া বা আপনাদের ভেতর থেকে কারো একজনের দোয়া যদি আল্লাহপাক কবুল করেন, সেই দোয়ার বরকতে আল্লাহপাক যাতে আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।

তিনি আরও বলেন, আমরা আশা করি, আল্লাহপাক যাতে আমার প্রিয় নেত্রীকে বাংলাদেশের অভিভাবক, তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এ আহ্বায়ক বলেন, আগামী নির্বাচন সামনে রেখে তাদের নির্বাচনকালীন সব কর্মসূচি বন্ধ করে প্রিয় নেত্রীর জন্য প্রতি ওয়াক্ত নামাজের সময় কিংবা দিনে-রাতে বিভিন্ন সময় আমরা যেখানে সমবেত হচ্ছি, শুধু সেই প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠান করছি।

তিনি দৃঢ়তার সাথে বলেন, আমরা সেই মহান নেত্রীর জন্য আজকে মন থেকে দোয়া করব। আল্লাহপাক যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, যাতে তিনি সুস্থ অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসলে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের কিংবদন্তি আবারও আমাদের নেতৃত্ব দিতে পারেন।

দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা

বাস-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

চা খেয়ে ফিরছিলেন চার বন্ধু, একে একে প্রাণ গেল তিনজনের

বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

পিকনিকের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

রাফিনিয়ার ফেরায় বদলে গেছে বার্সা—ফ্লিকের ভাগ্যও!

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রমনা কালী মন্দিরে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার সুস্থতার জন্য কোরআন খতম ও দোয়া

উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, যা করণীয়

সময় কাটছে আনন্দে

১০

এবার ৮ ডাক্তারকে সুখবর দিল বিএনপি

১১

খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান আমিনুল হকের

১২

সীমান্তে হত্যা বন্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান চাকসুর

১৩

বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি : মঈন খান

১৪

গহরপুর জামিয়ার ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ বৃহস্পতিবার

১৫

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে যে পরামর্শ দিলেন তথ্যসচিব

১৬

মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেত্রীর পোস্ট, ছাত্রদলের প্রতিক্রিয়া

১৭

বিশ্বকাপ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনার ‘বাজপাখি’

১৮

ময়মনসিংহে ৮ দলের সমাবেশ ঘিরে তৎপর প্রশাসন

১৯

অনুমতি ছাড়া স্টেডিয়ামে হেলিকপ্টারের অবতরণ, সমালোচনার ঝড়

২০
X