

সিলেটের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া গহরপুরের দুজন শিক্ষক একই প্রতিষ্ঠানে শিক্ষকতার পাঁচ দশক পূর্ণ করেছেন। কীর্তিমান এ দুই শিক্ষকের সম্মানে ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করছে মাদ্রাসা কর্তপৃক্ষ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার শিক্ষার্থীরা বলছেন, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস, বরেণ্য বুযুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)- এর রেখে যাওয়া ‘নূরের বাগানে’ এই দুই শিক্ষক দীর্ঘকাল ধরে আসমানী জ্ঞানের আলো ছড়িয়েছেন। তাদের অর্ধশত বছরের শিক্ষকতা অনন্য ও বিরল কীর্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আযহার মাদানী এবং লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। এ ছাড়া অংশগ্রহণ করবেন শিক্ষকের শাগরেদ, শুভানুধ্যায়ী ও ভক্তরা।
জামিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি শিক্ষাজীবনের অসামান্য অবদানকে স্বীকৃতি দেবে এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
মন্তব্য করুন