বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া স্টেডিয়ামে হেলিকপ্টারের অবতরণ, সমালোচনার ঝড়

অবতরণ করা হেলিকপ্টার। ছবি : কালবেলা
অবতরণ করা হেলিকপ্টার। ছবি : কালবেলা

বগুড়া শহীদ চান্দু আন্তর্জাতিক স্টেডিয়ামে সরকারি অনুমতি ছাড়াই একটি হেলিকপ্টার অবতরণ করায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ নিশ্চিত করে বলতে পারছেন না, কার অনুমতিতে হেলিকপ্টারটি স্টেডিয়ামে অবতরণ করেছে। এতে করে স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে আকস্মিকভাবে স্টেডিয়ামের আকাশে দেখা যায় একটি হেলিকপ্টার। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে কৌতূহল। হেলিকপ্টারের শব্দে স্থানীয়রা ছুটে আসেন মাঠের দিকে।

অনেকের ধারণা ছিল, রাজধানী থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধি হয়তো এসেছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ধারণা ভ্রান্ত প্রমাণিত হয়।

স্টেডিয়ামের দায়িত্বপ্রাপ্তরা জানান, হেলিকপ্টারটিতে বিসিবির কেউ ছিলেন না; এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবহার করেছেন। দেশসেরা এই খেলার মাঠে বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টার অবতরণের বিষয়টি জানাজানির পর থেকেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

নিয়ম অনুযায়ী, খোলা জায়গায় বেসরকারি হেলিকপ্টার অবতরণ করতে চাইলে সাধারণত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), স্থানীয় প্রশাসন এবং জমির মালিকের অনুমতি প্রয়োজন হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৭ অনুযায়ী, জমির মালিককে অন্তত তিন দিন আগে জানাতে হয়। তবে জরুরি পরিস্থিতিতে এই নিয়ম শিথিলযোগ্য।

স্থানীয়রা বলেন, হেলিকপ্টারের শব্দ শুনে আমরা মাঠে আসি। প্রথমে ভেবেছিলাম আন্তর্জাতিক খেলার প্রস্তুতির অংশ হিসেবে বিসিবির প্রতিনিধিরা মাঠ পরিদর্শনে এসেছেন। কিন্তু পরে জানতে পারি, এটি বেসরকারি একটি প্রতিষ্ঠানের আয়োজন।

স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল কালবেলাকে বলেন, রহিম আফরোজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঢাকা থেকে বগুড়ায় এসেছেন একটি প্রোগ্রামের জন্য। তারা স্টেডিয়ামে অবতরণের জন্য যোগাযোগ করেছিলেন, কিন্তু আমরা অনুমতি দিতে পারি না। তাই তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলি। পরে পুলিশ ও ডিএসবি উপস্থিত ছিল।

ভেন্যু ম্যানেজার আরও বলেন, এর আগেও স্টেডিয়ামে বেসরকারি হেলিকপ্টার অবতরণ করেছে। তবে জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, আমরা অবতরণের অনুমতি দিইনি। আমাদের কাছে শুধু নিরাপত্তা চাওয়া হয়েছিল, আমরা সেটাই দিয়েছি।

বিসিবি পরিচালক রাবিদ ইমাম কালবেলাকে জানায়, স্টেডিয়াম বিসিবির নয়, এটি ক্রীড়া পরিষদের অধীন। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে বলেন তিনি। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান কালবেলাকে বলেন, তিনি এ ধরনের অবতরণের অনুমতি দেননি। বিষয়টি তার অজান্তে ঘটেছে।

তিনি বলেন, সরকারি হেলিকপ্টার হলেও আমাদের জানাতে হয়। বেসরকারি হেলিকপ্টারের ক্ষেত্রে অবশ্যই আবেদন করতে হবে এবং আমাদের অনুমতির পরই তা অবতরণ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১০

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১১

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১২

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১৩

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১৪

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

১৫

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

১৬

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

১৭

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

১৮

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৯

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

২০
X