কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদার বিদেশ যাওয়া নিয়ে সিদ্ধান্ত আসছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরনো ছবি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরনো ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে চিঠি দিয়েছেন তার ভাই শামীম ইস্কান্দার। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠি দেন তিনি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাইরে পাঠানোর জন্য দুই-তিন দিন আগে শামীম ইস্কান্দার সাহেব এসেছিলেন। ওইদিনই বলে দিয়েছি। তিনি আমার কাছে চিঠি দিয়েছেন। আইনি জটিলতার কারণে চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। উনি (আইনমন্ত্রী) এখন ব্যাখ্যা দেবেন।’

এই বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের একটি কপি প্রকাশ্যে আসে। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এটি প্রকাশ্যে আনেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো ওই চিঠির শেষাংশে বলা হয়, ‘বেগম জিয়ার জীবন রক্ষার্থে ও তার শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে উন্নতমানের ফিজিওথেরাপিসহ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দেশের বাইরে ‘অ্যাডভান্স মেডিকেল সেন্টারে’ চিকিৎসা গ্রহণ করা অত্যাবশ্যক। এমতাবস্থায়, সব শর্ত শিথিলপূর্বক তাকে স্থায়ীভাবে মুক্তি এবং বিদেশ গমনের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।’

যদিও গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। পরে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়েছে যা প্রধানমন্ত্রীর উদারতা। শর্ত অনুযায়ী তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে হলে, তার শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে। এখানে সরকারের কিছু করার নেই।

উল্লেখ্য, দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। সেদিন থেকে প্রায় দুই বছর কারাবন্দি ছিলেন তিনি। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও সাত বছরের সাজা হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ করোনা মহামারির শুরুতে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছিল সরকার। এরপর থেকে তার মুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে’

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

‘মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করতে হবে’

পাঁচ বছর ধরে সেতুর কাজ ঝুলিয়ে রেখেছেন ছাত্রলীগ নেতা

পাকিস্তানকে কোণঠাসা করতে দক্ষিণ এশিয়ায় মিত্র বাড়াচ্ছে ভারত

টেকসই সংস্কারে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ 

পানি পান করিয়ে জবি শিক্ষার্থীদের অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান

‘মুলা না বোতল’, জবির আন্দোলনে দীপ্তি চৌধুরীর স্লোগান ভাইরাল

আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে দেখে যা বললেন ক্যাসেমিরো

‘জবির বিষয়টি রাজপথে নয়, আলোচনার টেবিলে সমাধান করুন’

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছে সরকার

১১

জামাইয়ের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা শাশুড়ির

১২

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো যুবক গ্রেপ্তার

১৩

এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি : নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

প্রোপাগান্ডা ও দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের

১৫

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজ জয়

১৬

বাস্তবে নেই, চাল আছে ‘সফটওয়্যারে’

১৭

রাত ১টার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা

১৮

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার

১৯

ফল বিক্রেতার হাতে ব্যাগ রেখে দৌড়, অতঃপর...

২০
X