বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিনসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গোলাম মাওলা শাহীন মুক্তি পরিষদ এর উদ্যোগে এই মিছিল হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে দলের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা তারেক উজ্জামান তারেক, ইখতিয়ার রহমান কবির, ওমর ফারুক মুন্না প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন