দশ দিন ধরে ইসরায়েলি বিমান হামলায় অবরুদ্ধ গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি সাধারণ মানুষ হত্যা করেই ইসরায়েলি বর্বরতা থেমে নেই। গাজার জরুরি উপকরণ ও ত্রাণসামগ্রী পাঠানোর পথও অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই মুহূর্তে আহতদের জরুরি চিকিৎসাসামগ্রী থেকে শুরু করে নিহতদের কাপনের কাপড় সংকট চলছে গাজায়। বিদ্যুৎ, খাদ্য ও পানি সংকটে ২০ লাখ গাজাবাসী আজ বিপর্যস্ত।
মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ওআইসিসহ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। গাজায় জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে।
আমরা বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, ইসরায়েলি হামলা বন্ধ এবং অবরুদ্ধ গাজাবাসীকে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য।
মন্তব্য করুন