আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে এ মিছিল হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- আশরাফ বাবু, সোয়েব খন্দকার, জাকির হোসেন, মনিরুজ্জামান রেজিন, খন্দকার রিয়াজ, রকিবুল হাসান, জসিম সিকদার রানা, পারভেজ, আবদুল্লাহ নীরব, জাহিদ, মারুফ, চন্দনসহ ছাত্রদলের মহানগর ও বিভিন্ন কলেজের বর্তমান ও সাবেক নেতারা।
মন্তব্য করুন