দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তপশিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে আজ রোববার (১৯ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বিকেলে মালিবাগ মোড় থেকে রাজারবাগ অভিমুখে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আকতারুজ্জামান আক্তার ও নাছির উদ্দিন নাছির। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তপশিল বাতিল এবং হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, হাসিবুল হাসান সজীব, জাকির উদ্দিন আবির, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, মো. জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় সদস্য সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি জাফর উল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন, সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক তানভীর হাসান, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, স্যার এ এফ রহমান হলের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সেজান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন।
এ ছাড়া ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাত হোসেন, মো. রাহাত হোসেন, সদস্য মোহাম্মদ সিহাম, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহফুজ উর রহমান লিপকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিমু হোসেন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, জাহিদ আহমেদ, হৃদয় হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মোখলেছুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, সহপাঠাগারবিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন রিদয়, সহসাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা শামিম আহমেদ, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিম রুবাইয়াত আফিফ, যুগ্ম সম্পাদক মো. কাইয়ুম, ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসাইন, নবাব রাব্বি, মহানগর উত্তরের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, হাতিরঝিল থানার ৩৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢালী, মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, মো.পুর থানার ছাত্রনেতা মো. রাজু, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রনেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন বাবু মিছিলে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন