কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সব দলকে নিয়ে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন : গণঅধিকার পরিষদ 

হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধীদলসমূহের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। এ সময় সব দলকে নিয়ে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিংগেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মো. রাশেদ খাঁন বলেন, ‘নির্বাচনে যাওয়ার জন্য আমাদের নানা চাপ দেওয়া হচ্ছে। অনেকে প্রোপাগান্ডা ছড়িয়েছিল, আমরা শেষ দিন নমিনেশন ফরম তুলব। কিন্তু আমরা সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথে আপসহীনভাবে লড়াই করছি। কোনো লোভে আমরা জনগণের সাথে কমিটমেন্ট ভঙ্গ করতে পারি না। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি, আমাদের আটক করা হবে। আটক যদি করতে চান, মিডিয়ার সামনে প্রকাশ্যে আটক করুন। কিন্তু বাড়ি ফেরার সময় চোরাগোপ্তা তুলে নিয়ে যাবেন, রাতের অন্ধকারে পরিবারকে আতঙ্কিত করে তুলে আনবেন, সেটি স্বাধীনদেশের জনগণ মেনে নেবে না।’

তিনি বলেন, ‘যদি মনে করেন নুরুল হক নুর, রাশেদ খাঁনকে তুলে নিয়ে গেলেই আন্দোলন বন্ধ হবে, সেটি ভুল। গণঅধিকার পরিষদের ১ জন জেলের বাইরে থাকলে, তার নেতৃত্বেই গণআন্দোলন চলবে। এই সরকার বিএনপির মতো বড় দলকে বাদ দিয়ে ছোট মাঝারি দলকে নিয়ে, আর ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে? বিষয়টা এমন, আমি আর মামু একসাথে ভাগাভাগি করে খামু। এই মামু-খামুর নির্বাচন জনগণ মেনে নেবে না। জাতিসংঘ বলেছে, তারা এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। তার মানে পুরো আন্তর্জাতিক বিশ্ব জানে, আওয়ামী লীগ একটি ভুয়া নির্বাচন করতে যাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর প্রতি আগেও আহ্বান করেছি, এখনও করছি, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিন। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, কিন্তু এই দল ভোটচুরি করে ক্ষমতায় বসবে, সেটি কাঙ্ক্ষিত নয়।’

মো. রাশেদ খাঁন আরও বলেন, ‘বিএনপির নেতা শাহজাহান ওমর গতকাল জেল থেকে বের হয়ে বলেছেন, ‘মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার কথা হয়েছে। ৩টি শর্তে বিএনপি নির্বাচনে যেতে চায়; ১। বেগম খালেদা জিয়ার জামিন, ২। সব নেতাকর্মীদের জামিন, ৩। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ।’ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বিএনপি নির্বাচনে যেতে আগ্রহী। কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করতে মরিয়া। কিন্তু এমন নির্বাচন করলে আর্থিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে, যা দেশ ও জাতির জন্য অশনী সংকেত। সুতরাং সংঘাত সহিংসতার পথ পরিহার করে, সব দলকে নিয়ে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন, তপশিল পিছিয়ে নিয়ে যান। অন্যথায় যে গণআন্দোলন শুরু হয়েছে, তা থামাতে পারবেন না।’

উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ‘পাতানো নির্বাচনে গণঅধিকার পরিষদকে নেওয়ার জন্য সরকার নানাভাবে চাপ প্রয়োগ করছে। কিন্তু আমরা জনগণের সাথে বেইমানি করে এই প্রহসনের নির্বাচনে যাব না। ইতোমধ্যে শেখ হাসিনার পাতানো ফাঁদে যারা পা দিয়েছে তারা হা-হুতাশ শুরু করে দিয়েছে।’

যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘৩০ নভেম্বরের পর থেকে দেশ আজ দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি পক্ষ গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকারের পক্ষে, আরেকটি পক্ষ ভোটচুরি ও স্বৈরাচারের পক্ষে। দেশ বাঁচানোর লড়াইয়ে সকলকে রাজপথে নামার আহ্বান জানাই, পাশাপাশি প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন। গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত।’

সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান। মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সহনারীবিষয়ক সম্পাদক মীর দিলরুবা সুলতানা, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোমা আতঙ্কে কাঁপছিলেন আইপিএল চিয়ারলিডার, ভিডিও ভাইরাল

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ 

ভয়ে ভারত ছাড়তে চাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পিএসএল

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

১০

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

১১

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

১২

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

১৩

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

১৪

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১৫

যমুনার সামনে রাতভর যা যা হলো

১৬

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১৭

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৮

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৯

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

২০
X