কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপা চেয়ারম্যান-মহাসচিব জোটের নামে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত : রওশন 

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি : কালবেলা
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে সরকার ও আওয়ামী লীগের প্রতি জোর আহবান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। তিনি বলেছেন, সারা দেশে তার দল জাতীয় পার্টি এককভাবে প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে এটা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ সভাপতির প্রতি অনুরোধ জানান রওশন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়। এতে অংশ নেন জাতীয় পার্টির উপদেষ্টা এবং সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান, রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও রওশন এরশাদের পুত্রবধূ মাহিমা সাদ এরশাদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

পরে রওশন এরশাদ গণভবনের বাইরে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জাপার মেয়াদাত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহীর কমিটির চেয়ারম্যান ও মহাসচিবের অসহযোগিতায় দলের সিনিয়র নেতাদের বড় একটি অংশ নির্বাচনে অংশ নিতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেন। পরে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের পক্ষে তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন জি এম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করে দলে নানা ধরনের নির্যাতন ও অসাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছেন পার্টির অবৈধ চেয়ারম্যান। যা নিয়ে দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় সিনিয়র নেতারাও ক্ষুব্ধ। চেয়ারম্যান ও মহাসচিব সুকৌশলে রওশন এরশাদ, সাদ এরশাদ ও দলের গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন। এখন জাপা চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচনী জোটের নামে আসন্ন নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

কাজী মামুন জানান, নির্বাচনী জোটের নামে দৌড়ঝাঁপ গভীর ষড়যন্ত্রেরই নমুনা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে কালিমালেপনের চেষ্টা করছেন জাপার বর্তমান নেতৃত্ব। তিনি বলেন, সে কারণে খণ্ডিত জাতীয় পার্টি ও জি এম কাদেরের সুকৌশলী ষড়যন্ত্রে জোটের আহবানে সাড়া না দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন রওশন এরশাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই: জামায়াত আমির

কিয়ামতের দিন যে ৫ প্রশ্নের জবাব না দিয়ে কেউ রেহাই পাবে না

গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফায় কী আছে, কেন তুমুল আলোচনা

ট্রলার সাজিয়ে নেচে-গেয়ে ঘরে ফিরলেন জেলেরা

ম্যাচসেরার পুরস্কার নিয়ে শরিফুলের মানবিক উদ্যোগ

ড. ইউনূসের মুখাকৃতি দিয়ে অসুর বানানোর বিষয়ে যা বললেন রিজভী

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি : সেলিম ভূঁইয়া

ওড়িশায় ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত ২

আইফোন কিনতে কিডনি বিক্রি করা সেই তরুণ কেমন আছেন?

বিতর্কিত বিচারে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

১০

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

১১

যেভাবে ফিটনেস ধরে রেখেছেন আলিয়া

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

১৩

ওমরাহর নিয়মে ব্যাপক পরিবর্তন, মানতে হবে যে ১০ বিষয়

১৪

রোজা শুরু হতে বাকি আর কত দিন, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

১৫

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

১৬

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

১৭

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

১৮

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

১৯

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

২০
X