কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০২:৩২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ
আ.লীগকে রিজভী

আপনারা ৫ টাকা কেজির কাঁচামরিচকে ১০০০ করেছেন

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

দেশটা আওয়ামী নেতাদের বাপদাদার জমিদারি নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না। অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না।

আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা’—টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ১৪ বছর ধরে অবৈধভাবে পুলিশের ডান্ডাতন্ত্রের শাসনের পর আর কবে আপনি মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন? আপনার আসল লক্ষ্য আপনি বাস্তবায়ন করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, মানবাধিকার কেড়ে নিয়ে, ন্যায়বিচার কেড়ে নিয়ে, মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সম্পদ লুট করে ফোকলা করে দিয়ে। আপনারা ৫ থেকে ১০ টাকা কেজি কাঁচামরিচকে এখন ১০০০ টাকায় উন্নীত করেছেন। সাধারণ মানুষকে আধপেটা খাওয়ার ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার মনের ইচ্ছানুযায়ী রায় লিখিয়ে সেটি আদালতের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়েছেন। বিএনপির অর্ধকোটি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। লাখ নেতাকর্মীকে বাড়িছাড়া, ঘরছাড়া ও এলাকাছাড়া করেছেন। আর যিনি ন্যায়বিচার করে রায় দিয়েছেন, সেই বিচারককে আপনি দেশ ছাড়তে বাধ্য করেছেন। নিজেদের আদর্শে আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তুলে বিরোধী দল দমনে লক্ষ্য পূরণ করে যাচ্ছেন। তবে এবার জনগণ অপশাসনের দিনের অবসান ঘটাবে। মানুষ গণতন্ত্র অর্জনের জন্য সব প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।

বিএনপির এই নেতা বলেন, ঈদের আগে ও পরে আওয়ামী সন্ত্রাসীরা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র সহিংসতায় এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। তাদের উগ্রতা, নিমর্মতা ও হিংস্রতার এক পৈশাচিক প্রকাশে ফলে রক্তাক্ত হয়েছে এলাকার পর এলাকা। বিরোধী দলের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য মনে হয় তারা শপথ করে মাঠে নেমেছে। সন্ত্রাসকে তারা অমোঘ অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। বহুদলীয় গণতন্ত্র যাতে ফিরে না আসে, সেই জন্য সন্ত্রাস তাদের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। রাষ্ট্রীয় অর্থনীতিকে লুটপাট করে বিদেশে সুখে-শান্তিতে থাকার জন্য আবাসস্থল বানিয়ে চিরদিন আরাম-আয়েশে থাকার জন্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গোটা জাতিকে বন্দি করেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানবাধিকার এখন চরম দুর্দশাগ্রস্ত। যেহেতু তাদের আগ্রহ দুর্নীতি আর টাকা পাচার সে কারণে লুটপাট ও বেপরোয়া দুর্বিনীত কর্মকাণ্ড অব্যাহত রাখতেই দেশের বিভিন্ন অঞ্চলে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের ওপর আক্রমণ চালাচ্ছে। মানুষের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা সম্পূর্ণরূপে আওয়ামী ক্যাডারদের ইচ্ছার ওপর নির্ভর করছে। কায়েমি স্বার্থে আঘাত লেগেছে বলেই গত পরশু থেকে গতকাল পর্যন্ত কুষ্টিয়া, নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীর ওপর সশন্ত্র আক্রমণ চালিয়ে রক্ত ঝরিয়েছে। এই সরকারি মদদপৃষ্ট সন্ত্রাসীদের হাতে এখন বৈধ-অবৈধ অস্ত্রের ছড়াছড়ি।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব যাই বলুন না কেন, শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না। অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। দেশের জনগণ এবং বিশ্ববাসীর কাছে এটা স্বীকৃত যে অবৈধ সরকার গোটা দেশ অবৈধভাবে দখল করেছে। ১৪ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতের মৃত্যুর ঘটনা ছিল হাড়-হিম করা আতঙ্কের শিহরণ, জোরপূর্বক গুম, নারীর প্রতি সহিংসতা অত্যুগ্র মাত্রায় বৃদ্ধি, সাংবাদিক হত্যা, বেআইনি আটকের ও রহস্যজনক নিখোঁজের হিড়িকের মধ্য দিয়ে যেখানে ওবায়দুল কাদের সাহেবরা দেশ চালিয়েছেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসনের অবসান ঘটাতে এবার জনগণ সর্বাত্মক প্রস্তুত আছে। দেশটা আওয়ামী নেতাদের বাপদাদার জমিদারি নয়। এরা আক্রমণাত্মক ভাষায় শিষ্টাচার ও বিনয়কে বিদায় দিয়েছে। যখন যা ইচ্ছে সেটা করবেন এবং বলবেন সেই দিন শেষ হয়ে আসছে। দেশের জনগণকে আওয়ামী শাসকগোষ্ঠীর কাছে কৃপাপ্রার্থী বানানোর চেষ্টার অবসান ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।

ঈদুল আজহা-পরবর্তী দেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা ও মামলার বিবরণ তুলে ধরে রিজভী বলেন, ১ জুলাই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বিএনপি নেতা হারুন শেখ এবং বিএনপি নেতা আওলাদ শেখ, ছাত্রদল সহসভাপতি ওমর ফারুকসহ ১৪ জনকে অজ্ঞাত আসামি করে মোট ৪টি মিথ্যা মামলা দায়ের করেছে। পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। ২ জুলাই রাত ৮টার সময় জাসদ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হোসাইন সোহাগ গুরুতর আহত হয়।

জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনের নির্দেশে ভেড়ামারা উপজেলা জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন শেবুল, জাসদ যুব জোটের নেতা তুষার, রাহুল, সুমনসহ প্রায় ১০ থেকে ১২ সন্ত্রাসী আল হোসাইন সোহাগকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

তিনি বলেন, গত ৩ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সরওয়ার আলমগীর বিএনপি নেতকর্মীদের নিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে বাড়ি ফেরার পথে ফটিকছড়ির হেঁয়াকু বাজারে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তার গাড়িবহরে হামলা চালায়। হামলায় আহত হয়েছেন বিএনপি নেতা আবুল খায়ের, আবুল হাসেম, যুবদল নেতা সামশু, ভূঁজপুর থানা যুবদল নেতা শামসুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন, আরিফ, ইউসুফ, হানিফ, ছাত্রদল নেতা মীর মো. আলী আকবর, আনিচুর রহমান টিটু, ইয়াকুব, জয়নাল আবেদিন, জামশেদ আলম, আরিফ হোসেন ফারহানসহ অর্ধশতাধিক নেতাকর্মী এবং তাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে।

এদিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চত্বরে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান ও জিল্লুর রহমান। যেসব আওয়ামী সন্ত্রাসী ছাত্রদল নেতাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়, তারা হলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার, যুবলীগ নেতা মো. সুজন পোদ্দার, ছাত্রলীগ নেতা বাবু, ছাত্রলীগ নেতা রুবেলসহ প্রায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী। গত ৩ জুলাই সকাল ৭টায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লহ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল করিম পারভেজ। যেসব আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় তারা হলেন ইউনিয়ন যুবলীগ নেতা মো. ওহিদ কাজী, মো. নাহিদ কাজী, মো. ওয়ালিদ কাজীসহ বেশ কয়েকজন।

রিজভী আরও বলেন, গত ১৯ মে হতে অদ্যাবধি বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট মামলা ২২০টি, মোট গ্রেপ্তার ৮৫০ জন এবং মোট আসামি প্রায় ৯ হাজার ৯৬০ এর অধিক নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মো. আমিনুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১০

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১১

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১২

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৩

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৪

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৬

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

১৭

সিলেটে পাথর লুটে ১৩৭ নাম

১৮

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

১৯

ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসী, শীর্ষে যে দেশ

২০
X