বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোংয়ের তৈরি ভদকায় দেখা গেছে ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যাগ। সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয় ছবিটি।
যেখানে দেখা যায়, ভদকার একটি বোতলের গায়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যাগ। সঙ্গে রয়েছে একটি কিউআর স্কেনার কোড।
ছবিটি ভাইরাল হওয়ার পর প্রশ্ন ওঠে- দেশীয় কোমলপানীয়’র ব্র্যান্ড মোজোর মতো ভদকায়ও কি ‘ফ্রি প্যালেস্টাইন’ ক্যাম্পেইন চালু করেছে?
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গেল ৯ মে ‘আরিয়ান টি রাকিব’ নামের আইডি থেকে একটি পোস্ট করা হয়। যেখানে দেখা যায়- ব্লার এক ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড় করানো একটি মদের বোতল। গায়ে লেখা ফ্রি প্যালেস্টাইন। যেখানে আরব দেশটির পতাকার অনুকরণে কালো, সাদা ও লাল রং ব্যবহার করা হয়েছে। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ছবিটিতে রিয়েকশন পড়ে ৩৫ হাজারের বেশি। সাথে প্রায় ১৭শ মানুষ সেটি শেয়ার করেছেন।
আশরাফ নাহির নামের এক ফেসবুক ব্যবহারকারী ওই পোস্টে মন্তব্য করেন, ‘শুধু মুসলিম দেশ না, অনেক অমুসলিম দেশও আছে, যারা ফিলিস্তিনকে সাপোর্ট করে। তাদের কাছে মদ জিনিসটা কোমল পানীয়র মতো। এডিট যদি নাও হয়ে থাকে তবুও এটা কোনো অস্বাভাবিক কিছু না। আর যদি এডিট হয়ে থাকে তাহলে দয়া করে এসব থেকে বিরত থাকা উচিত। সব বিষয় নিয়ে ফাজলামি মানায় না।
ছবিটি ভাইরাল হওয়ার পর প্রশ্ন ওঠে- দেশীয় অ্যালকোহল ব্র্যান্ড কেরু কি আসলেই ‘ফ্রি প্যালেস্টাইন’ ক্যাম্পেইন চালু করেছে?
বিষয়টি যাচাই করতে গিয়ে দেখা যায়- কোম্পানিটি এমন কোনো ক্যাম্পেইন চালু করেনি। এরপরে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ২০২০ সালের ১৭ জুলাই থেকেই ছবিটি ফেসবুকে রয়েছে। কেবল ফটোশপের মাধ্যমে সেখানে ‘ফ্রি প্যালেস্টাইন’ কথাটি লেখা হয়েছে।
এ থেকে স্পষ্ট, কেরু অ্যান্ড কোংয়ের তৈরি ভদকা ‘জরিনা’র বোতলের মোড়কে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা এবং কিউআর কোডটি এডিট করে বসানো হয়েছে। ভাইরাল ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায়, কেরু অ্যান্ড কোংয়ের ট্রেড মার্কের ওপর ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখাটি এডিট করে বসানো।
রাষ্ট্রায়ত্ত অ্যালকোহল উৎপাদনকারী কোম্পানি কেরু অ্যান্ড কোং ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ভদকার বোতলে ‘ফ্রি প্যালেস্টাইন’ নামে কোনো ক্যাম্পেইন পরিচালনা করছে না। ভাইরাল ছবিটি এডিট করা।
মন্তব্য করুন