স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০২:১৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পরিবর্তন আসছে ক্রিকেট বিশ্বকাপের সূচিতে

পরিবর্তন আসছে বিশ্বকাপের সূচিতে । ছবি : সংগৃহীত
পরিবর্তন আসছে বিশ্বকাপের সূচিতে । ছবি : সংগৃহীত

ভারতে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। বিশ্বকাপ শুরু হওয়ার ১০০ দিন বাকি থাকতে জুনের ২৭ তারিখ ১০ দলের এই আসরের সূচি ঘোষণা করা হয়েছে। তবে বিশ্বকাপ শুরুর দুই মাস আগে সূচিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন আয়োজক ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

আইসিসি ঘোষিত ওয়ানডে বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ভারত-পাকিস্তান ম্যাচের সময় পরিবর্তন নিয়ে গুঞ্জন আগে থেকেই ছিল। ওইদিনই গুজরাটে শুরু হবে 'নবরাত্রি' উৎসব। ওই কারণে হাইভোল্টেজ ম্যাচটির সূচি পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম। তবে ওই ম্যাচই নয়, আরও কয়েকটি ম্যাচের সূচিতেও বদল আসতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির নিউজ এজেন্সি পিটিআই।

সূচি পরিবর্তনের জন্য দুই-তিনটি দেশের লিখিত অনুরোধের কথা জানিয়েছেন জয় শাহ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে কথা বলে দুই-তিন দিনের মধ্যে পরিবর্তিত সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ দিল্লিতে বিসিসিআইয়ের সভাশেষে জয় শাহ জানান, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, বিশ্বকাপে একাধিক ম্যাচের সূচিতে বদল আসতে পারে, ‘বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কয়েকটি দেশ সূচিতে দুই থেকে তিনটি তারিখ বদলের জন্য আমাদের কাছে লিখিত অনুরোধ করেছে। এটা নিয়ে আমরা আইসিসির সঙ্গে কথা বলছি। আগামী দুই-তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে পরিষ্কার হয়ে আপনাদেরকে জানাতে পারব।’

সূচি পরিবর্তনের মূল কারণ যে ভারত-পাকিস্তান ম্যাচ নয় জানাতে গিয়ে জয় শাহ বলেন, ‘নিরাপত্তাজনিত কারণ থাকলে আহমেদাবাদে ম্যাচ রাখা হতো না। এখানে ১৪ বা ১৫ অক্টোবর কোনো সমস্যা নয়। দুই-তিনটা দেশ তাদের লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে অনুরোধ করেছে। কিছু ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতি। একটা খেলে ভ্রমণ করে একদিন পরই আবার খেলাটা কঠিন।’

তবে ম্যাচের দিনক্ষণে বদল আসলেও ভেন্যুতে কোনো পরিবর্তন রাখা হবে না বলে জানিয়েছেন বিসিসিআই সচিব, ‘যতটা সম্ভব ভেন্যু একই রাখার চেষ্টা করছি। ভেন্যু পরিবর্তন না করাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেসব দলের ম্যাচের মধ্যে বেশি দিনের বিরতি আছে, সেটা চার-পাঁচ দিনে কমিয়ে আনা আর যাদের ম্যাচের বিরতি দুদিনের, তাদের ক্ষেত্রে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে।’

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এখন পর্যন্ত আইসিসি ও বিসিসিআই টিকিট বিক্রির ঘোষণা দেয়নি। আইসিসির সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহে টিকিটের দাম ও বিক্রির প্ল্যাটফর্ম ঘোষণা করা হবে বললেন শাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

১০

এবার নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ ঘোষণা শাহজাহান চৌধুরীর

১১

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

১২

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ১৪ বছরের সংসারের ইতি টানলেন সেলিনা

১৩

লক্ষ্মীপুরে বাসে আগুন

১৪

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

১৫

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

১৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

১৯

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

২০
X