স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০২:১৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পরিবর্তন আসছে ক্রিকেট বিশ্বকাপের সূচিতে

পরিবর্তন আসছে বিশ্বকাপের সূচিতে । ছবি : সংগৃহীত
পরিবর্তন আসছে বিশ্বকাপের সূচিতে । ছবি : সংগৃহীত

ভারতে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। বিশ্বকাপ শুরু হওয়ার ১০০ দিন বাকি থাকতে জুনের ২৭ তারিখ ১০ দলের এই আসরের সূচি ঘোষণা করা হয়েছে। তবে বিশ্বকাপ শুরুর দুই মাস আগে সূচিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন আয়োজক ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

আইসিসি ঘোষিত ওয়ানডে বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ভারত-পাকিস্তান ম্যাচের সময় পরিবর্তন নিয়ে গুঞ্জন আগে থেকেই ছিল। ওইদিনই গুজরাটে শুরু হবে 'নবরাত্রি' উৎসব। ওই কারণে হাইভোল্টেজ ম্যাচটির সূচি পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম। তবে ওই ম্যাচই নয়, আরও কয়েকটি ম্যাচের সূচিতেও বদল আসতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির নিউজ এজেন্সি পিটিআই।

সূচি পরিবর্তনের জন্য দুই-তিনটি দেশের লিখিত অনুরোধের কথা জানিয়েছেন জয় শাহ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে কথা বলে দুই-তিন দিনের মধ্যে পরিবর্তিত সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ দিল্লিতে বিসিসিআইয়ের সভাশেষে জয় শাহ জানান, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, বিশ্বকাপে একাধিক ম্যাচের সূচিতে বদল আসতে পারে, ‘বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কয়েকটি দেশ সূচিতে দুই থেকে তিনটি তারিখ বদলের জন্য আমাদের কাছে লিখিত অনুরোধ করেছে। এটা নিয়ে আমরা আইসিসির সঙ্গে কথা বলছি। আগামী দুই-তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে পরিষ্কার হয়ে আপনাদেরকে জানাতে পারব।’

সূচি পরিবর্তনের মূল কারণ যে ভারত-পাকিস্তান ম্যাচ নয় জানাতে গিয়ে জয় শাহ বলেন, ‘নিরাপত্তাজনিত কারণ থাকলে আহমেদাবাদে ম্যাচ রাখা হতো না। এখানে ১৪ বা ১৫ অক্টোবর কোনো সমস্যা নয়। দুই-তিনটা দেশ তাদের লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে অনুরোধ করেছে। কিছু ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতি। একটা খেলে ভ্রমণ করে একদিন পরই আবার খেলাটা কঠিন।’

তবে ম্যাচের দিনক্ষণে বদল আসলেও ভেন্যুতে কোনো পরিবর্তন রাখা হবে না বলে জানিয়েছেন বিসিসিআই সচিব, ‘যতটা সম্ভব ভেন্যু একই রাখার চেষ্টা করছি। ভেন্যু পরিবর্তন না করাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেসব দলের ম্যাচের মধ্যে বেশি দিনের বিরতি আছে, সেটা চার-পাঁচ দিনে কমিয়ে আনা আর যাদের ম্যাচের বিরতি দুদিনের, তাদের ক্ষেত্রে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে।’

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এখন পর্যন্ত আইসিসি ও বিসিসিআই টিকিট বিক্রির ঘোষণা দেয়নি। আইসিসির সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহে টিকিটের দাম ও বিক্রির প্ল্যাটফর্ম ঘোষণা করা হবে বললেন শাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১০

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১১

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৪

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৫

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৬

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

১৭

আ.লীগ নিষিদ্ধে ৪ রোডম্যাপ দিলেন তুহিন মালিক

১৮

পোপ চতুর্দশ লিওকে অভিনন্দন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

১৯

বড় পর্দায় দেখানো হচ্ছে হাসিনার গণহত্যা

২০
X