ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি সংস্কারের নতুন রূপরেখা

বিসিবি। ছবি : সংগৃহীত
বিসিবি। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন সেক্টরে চলছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের বৈষম্য দূর করে নিয়মতান্ত্রিক ব্যবস্থার দিকে এগোতে চায় সবাই। তেমনই দৃশ্যমান পরিবর্তন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) দেখতে চান কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

ইতোমধ্যে পরিবর্তনের রূপরেখাও তৈরি করে রেখেছেন বলে জানিয়েছেন এক সময় বিসিবি হাইপারফরম্যান্স বিভাগ, ক্রিকেট একাডেমি, গেম ডেভেলপমেন্ট বিভাগ ও নারী উইংয়ে কাজ করা ফাহিম। ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি থেকে শুরু করে বোর্ড গঠনের নির্বাচন পর্যন্ত সবকিছুতেই সংস্কার প্রয়োজন বলে মনে করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রিকেট ব্যক্তিত্ব।

শনিবার (১০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিসিবিতে প্রায় ১৪ বছর কাজ করেছিলেন ফাহিম। কিন্তু এরপর আর সেখানে কাজের সুযোগ হয়নি তার। ২০১৯ সালে নারী বিভাগ থেকে পদত্যাগ করেন তিনি।

এরপর ২০২১ সালে বিসিবি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে অংশ নিলেও খালেদ মাহমুদ সুজনের কাছে হেরে যান তিনি। তবে ক্রিকেটের সঙ্গে ও ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক সব সময়ই একই দেখা গেছে।

লম্বা সময় থেকেই নাকি ক্রিকেটের সংস্কার নিয়ে ভাবছেন তিনি—এমনটা জানিয়ে ফাহিম বলেন, ‘এটা নিয়েই তো আমরা বছরের পর বছর চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কী রিসোর্স আছে, যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’

ক্রিকেট বোর্ডের এই সংস্কার যে কোনো পক্ষ থেকেই হতে পারে বলে মনে করেন ফাহিম। তার থাকা না থাকার চেয়ে পরিবর্তনটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, ‘এটি (সংস্কারের ক্ষেত্রে) আমার ব্যাপার নয়। এটা যে কেউ হতে পারে। ক্রিকেটের ভালো চাওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম। আমারই থাকতে হবে, এটা জরুরি নয়। আমাদের দেশে অনেকেই আছে। দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে। যারা যথেষ্ট অভিজ্ঞ, যাদের যোগ্যতা আছে। তাদের নিয়ে যদি চিন্তাভাবনা করা হয়, তাহলে বোধহয় তাদের মতো করে দায়িত্বটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য।’

পরিবর্তনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পক্ষ থেকে প্রস্তাব এলে আলোচনায় সমস্যা নেই জানিয়ে এই ক্রিকেট কোচ বলেন, ‘অবশ্যই! ওখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, অংশগ্রহণ করব। আমার মনে হয়, শুধু আমার কথা বললেই হবে না। যারা এসব বিষয়ে অবগত আছে, ধারণা আছে, তাদের কাছ থেকে মতামত নেওয়া দরকার। বর্তমান অবস্থা কী বা কেমন হতে পারে, সে ধারণা নিলে তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়।’

বর্তমানে রাজনৈতিক কারণে বোর্ডের অনেক পরিচালকের খোঁজখবর নেই। এটাকেও নেতৃত্বের নেতিবাচক দিক মনে করেন তিনি। ভবিষ্যতে যেন ক্রিকেট বোর্ডের এ ধরনের কোনো ঝুঁকিতে পড়তে না হয়, সেটার সমাধান প্রত্যাশা ফাহিমের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে আসা তরুণী ভারতে ফিরলেন খালি হাতে

ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে : আমান

শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহে শ্রদ্ধা সকালে, কুষ্টিয়ায় দাফন

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি : মামুনুল হক

বিএনপি একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র গড়তে চায় : মোস্তফা জামান 

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বিএনপি : আনোয়ার 

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত

নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোরবাসী : দুলু

‘এক বছরের সাফল্যগাঁথা : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব’

১০

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক গ্রেপ্তার

১১

জাকসুতে কত ভোট পেল ছাত্রদলের ভিপি-জিএস প্রার্থী?

১২

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

১৩

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

১৪

জাতীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

১৫

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে অগ্নিদগ্ধ

১৬

তেঁতুলিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান কফিল উদ্দিনের

১৮

চার দফা দাবিতে সড়কে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

১৯

নেইমারের ফিটনেস নিয়ে আনচেলত্তির দাবি নাকচ করল সান্তোস

২০
X