বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেন ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। তিনি প্রথমবারের মতো সরাসরি ড্রাফট থেকে দল পেয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লিগে। এর মাধ্যমে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নতুন এক দিগন্তের সূচনাও করলেন।
রিশাদের আগে সাকিব আল হাসান বিগ ব্যাশে খেললেও, তিনি বদলি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৩-১৪ মৌসুমে সাকিব অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ইয়োহান বোথার বদলি হিসেবে দুটি ম্যাচ এবং পরবর্তী মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে আন্দ্রে রাসেলের বদলি হিসেবে ৪টি ম্যাচ খেলেছিলেন।
রিশাদের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। সরাসরি ড্রাফট থেকে দল পাওয়ার ঘটনা এটাই প্রথম, যা প্রমাণ করে যে তরুণ এই ক্রিকেটারের প্রতি আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বের নজর পড়েছে।
তবে, কিছুটা শঙ্কাও আছে। বাংলাদেশ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে। এই দুটি আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা যদি রিশাদের খেলার সময়ের সঙ্গে মিলে যায়, তাহলে হয়তো বিগ ব্যাশে খেলার সুযোগ পাবেন না তিনি। তা সত্ত্বেও, অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়ায় তার প্রতি আগ্রহ বাড়ছে এবং ভবিষ্যতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে।
রিশাদ হোসেনকে অভিনন্দন জানিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, যা হয়তো তাকে আরও উঁচুতে নিয়ে যেতে পারে।
মন্তব্য করুন