মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দাপুটে জয় 

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী 'এ' দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই তারা স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর এবার টি-টোয়েন্টিতেও জয়ের ধারা ধরে রেখেছে রাবেয়া খানদের দল।

কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার সুযোগ দেয় বাংলাদেশ। লঙ্কান দুই ওপেনার কৌশিনী নুথ্যাঙ্গা ও নেথমি পূর্ণা শুরুটা ভালো করলেও, মাঝের ওভারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ৭৩ বলে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়ার পর মাত্র ৪ রানের ব্যবধানে টপঅর্ডারের চার ব্যাটারকে হারায় তারা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১২ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। কৌশিনী নুথ্যাঙ্গা সর্বোচ্চ ৪৩ রান করেন, আর নেথমি পূর্ণার ব্যাট থেকে আসে ২৭ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৩ উইকেট তুলে নেন।

জবাবে ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের ইনিংস। সাথি রানী ও শামিমা সুলতানার ৪০ রানের উদ্বোধনী জুটি দলকে মজবুত ভিত এনে দেয়। এরপর সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনের ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শামিমা সুলতানা ৪৮ রানের ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোর করেন, যেখানে ছিল ৫টি চার ও একটি ছক্কা।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে, চতুর্থ ম্যাচ ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান এবং পঞ্চম ও শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর কল্টসে অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই সিরিজে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও সিরিজটি ‘এ’ দলের নামে আয়োজিত হচ্ছে। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অভিজ্ঞ জাহানারা আলম এবং শামীমা সুলতানাদের মতো খেলোয়াড়রাও আছেন এই দলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নেবে ইউডা, থাকবে আরও সুবিধা

বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি / আনীত অভিযোগ ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর’ দাবি

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’ বললেন খালেদা জিয়া

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / ছাত্রলীগ, শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

পিরোজপুরে সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

জামায়াত কর্মী পরিচয় দিয়েও রক্ষা হলো না কৃষক লীগ নেতার

১০

আতঙ্কে ভারত, বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা

১১

ময়মনসিংহে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১২

ই-কমার্সের উন্নয়নে ই-ক্যাব নির্বাচনের পদ প্রার্থীদের মিলনমেলা

১৩

রেলিক সিটির বিরুদ্ধে রাজউকের কঠোর পদক্ষেপ

১৪

খালেদা জিয়ার আগমনে গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

১৫

আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার

১৬

আকস্মিক ধুলিঝড়ে লন্ডভন্ড সৌদিসহ তিন দেশ

১৭

তেজকুনিপাড়া ও দিয়াবাড়িতে রাজউকের অভিযান

১৮

জাতির কল্যাণে সুলতান নদভীর অবদান অবিস্মরণীয় : হেফাজতে ইসলাম 

১৯

হোটেলে কাজ করা সেই ছেলেটি এখন ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী!

২০
X