স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘কীভাবে ভালো করা যায় সেটাই লক্ষ্য থাকবে’

রাকিবুল হাসান। ছবি : সংগৃহীত
রাকিবুল হাসান। ছবি : সংগৃহীত

কথায় রয়েছে, কারো পৌষ মাস তো কারও সর্বনাশ! দুই বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ও রাকিবুল হাসানের জন্য প্রবাদটি পুরোপুরি মিলে যাচ্ছে। এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও এবারই প্রথম টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রাকিবুল হাসান।

গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা তানভির ইসলামের হাত ভেঙে যাওয়া, ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন রাকিবুল।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর থেকে নিয়মিতভাবে পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটে। সেই পারফরম্যান্সের সুফল পেলেন বাঁহিত এ স্পিনার।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে নিজের অনূভূতির কথা জানান রাকিবুল, ‘ভালো লাগছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। অবশ্যই সবার লক্ষ্য থাকে সেরাটা দেওয়ার। আমি নিজেও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

রাকিবুল ডাক পেয়েছেন ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। স্বাভাবিকভাবে সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের। একাদশে সুযোগ পেলে সেই চ্যালেঞ্জ জয় করতে চান বাঁহাতি এ স্পিনার, ‘চ্যালেঞ্জ সবসময় থাকে, এখন এটাও একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমি ভালোবাসি। চ্যালেঞ্জ থাকবেই তারপরও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কীভাবে ভালো করা যায় সেটাই বড় লক্ষ্য থাকবে।’

আর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন রাকিবুল। তবে সুযোগ পাননি একাদশে। হুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার স্বাদ পান তিনি।

তবে জাতীয় দলের হয়ে এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ভারত সফরে ফুরাতে পারে তার সে-ই অপেক্ষা। সাকিব আল হাসান না থাকায় বাঁহাতি স্পিনারের শূন্যতা পূরণ করতে তার ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

তার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বিশ্বকাপ দলে থাকা তানভিরের হাত ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে খেলার বাইরে আছেন। তার জায়গায় রাকিবুলকে বিবেচনা করা হয়েছে। যদিও তার প্রতিদ্বন্দ্বী অনেকে ছিলেন। কিন্তু তার পারফরম্যান্স এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে টিম কম্বিনেশন।’

গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে ভারত সফর শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল। দেখা যাক, এবার জাতীয় দলের জার্সিতে রাকিবুলের অভিষেক হয় কি না!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

১৩ সেকেন্ডেই শেষ পাঁচ গ্রাম

বিজয়ের কারণেই কি ভেঙেছিল রাশমিকা-রক্ষিতের বিয়ে?

শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

বিস্ফোরক আইনের মামলায় মির্জা ফখরুলসহ ২২ জনকে অব্যাহতি

প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মীর পাশে পারভেজ মল্লিক

স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২ দাবি ইউট্যাবের

১০

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

১১

গাজা শান্তি আলোচনা শুরু হচ্ছে কায়রোতে

১২

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

১৩

তাহলে কি তৃতীয় বারের মতো সংসার ভাঙছে শোয়েব মালিকের?

১৪

অষ্টম শ্রেণি পাসেই নিজ এলাকায় কাজের সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১৫

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

১৬

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

১৭

‘কোথায় বা কখন আটকানো হতে পারে, তা বলা কঠিন’

১৮

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

১৯

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

২০
X