স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নাসুমকে চড় মেরেই চাকরি হারালেন হাথুরুসিংহে

নাসুম আহমেদ (বাঁয়ে) ও চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
নাসুম আহমেদ (বাঁয়ে) ও চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েই চন্ডিকা হাথুরুসিংহে প্রসঙ্গে ফারুক আহমেদ বলেছিলেন, ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো’। তখনই বোঝা যায়, যে কোনো সময় চাকরি হারাতে পারেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ।

অবশেষে তাই হলো। বরখাস্ত করা হলো লঙ্কান এ কোচকে। গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারাসহ বেশ কয়েকটি কারণে তাকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শাতেও বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে এর জবাব দিতে হবে।

একই সঙ্গে নতুন কোচের নামও ঘোষণা করে বিসিবি। হাথুরুসিংহের পরিবর্তে আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকবে এ ক্যারিবিয়ান কোচের মেয়াদ।

এ সময় বিসিবি সভাপতি জানান আগামী দুই-একদিনের মধ্যেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ফিল সিমন্স।

গত বছর ভারতে হয় ওয়ানডে বিশ্বকাপ। এর আগে টাইগারদের স্কোয়ডে হয় চরম নাটকীয়তা। গুঞ্জন রয়েছে লঙ্কান কোচের সঙ্গে বিরোধের কারণে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। এমন কি বাদ পড়েন বিশ্বকাপগামী দল থেকেও।

ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ দল। শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়ে কোনো মতে অষ্টম দল হিসেবে জায়গা করে নেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

সে সময় হাথুরুসিংহের বিরুদ্ধে নাসুম আহমদকে চড় মারার অভিযোগ ওঠে। যদিও তা অস্বীকার করেন লঙ্কান কোচ ও তৎতকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি গঠিত তদন্ত কমিটিতেও আসেনি কোনো ফলাফল।

দায়িত্ব নিয়ে সেই ঘটনার পুনঃতদন্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পাওয়া যায় সত্যতা। তার চাকরি যাওয়ার অন্যতম কারণ এটি। আরও কিছু কারণ রয়েছে। চুক্তি অনুযায়ী বছরে তিন মাসের বেশি ছুটি কাটানোর না লঙ্কান কোচের।

তবে এর চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন হাথুরুসিংহে, যা চুক্তিভঙ্গের সামিল। একই সঙ্গে জাতীয় দলের এক ক্রিকেটারকে শারীরিক নিগ্রহের পাশাপাশি বরখাস্তের কারণ হিসেবে এটিকেও দেখানো হয়েছে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘দুই-তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলো বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করলেন বড় ভাই

শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটারের সম্পত্তি জব্দ

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কমিটি গঠন

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

ঐকমত্য কমিশনের ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ

১০

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

১১

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১২

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

১৩

চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

১৪

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

১৫

গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা

১৬

ক্রান্তিকালীন একমাত্র বিএনপিই দেশের হাল ধরেছে : মোস্তফা জামান

১৭

জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে : জামায়াত আমির

১৮

একই বিদ্যালের ৮ শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

১৯

ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানকে ধানের শীষে মনোনীত করতে মিছিল

২০
X