স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেলই পছন্দ আইসিসির

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি : সংগৃহীত

পাকিস্তানে হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে শুক্রবার (২৯ নভেম্বর) অনলাইনে আইসিসির বোর্ড মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের। পাকিস্তানে ভারতের সফরে অস্বীকৃতির পরিপ্রেক্ষিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে এই মিটিংয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে, যা সকল সদস্য বোর্ডের জন্য বাধ্যতামূলক হবে।

হাইব্রিড মডেলের প্রস্তাবনা

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেলকে অব্যাহতভাবে অগ্রহণযোগ্য বলে আসছে। এমন পরিস্থিতিতে, আইসিসি ১০টি ম্যাচ পাকিস্তানে এবং পাঁচটি অন্য একটি দেশে - যেখানে সেমিফাইনাল ও ফাইনাল অন্তর্ভুক্ত থাকতে পারে - এমন একটি হাইব্রিড মডেল প্রস্তাব করতে পারে।

এছাড়াও, ব্যতিক্রমী পরিস্থিতিতে, যদি ভারত সেমিফাইনাল বা ফাইনালে না পৌঁছায়, তবে সেমিফাইনাল ও ফাইনাল পাকিস্তানেই আয়োজনের চিন্তা করা হতে পারে। তবে, এটি পরিচালনা ও লজিস্টিক দিক থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।

বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা

ভারতের ম্যাচগুলো কোথায় আয়োজন হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, দুবাই এবং আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং আবহাওয়াগত সুবিধার কারণে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে আসছে।

পিসিবির অবস্থান ও সম্ভাব্য ফলাফল

পিসিবি সম্ভবত এই প্রস্তাব সঙ্গে সঙ্গে গ্রহণ করবে না। তবে, আইসিসি বোর্ডের ১৪ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হাইব্রিড মডেলের পক্ষে থাকলে পিসিবি বাধ্য হতে পারে। যদি পিসিবি এই মডেল প্রত্যাখ্যান করে, তাহলে পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব উঠতে পারে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সরকারের সঙ্গে পরামর্শ করতে সময় চাইতে পারেন। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের অংশগ্রহণ ছাড়া আয়োজন করলে আইসিসি ও পুরো ক্রিকেট ইকোসিস্টেম আর্থিক ক্ষতির মুখে পড়বে। এতে পাকিস্তানেরও বড় আর্থিক ক্ষতি হতে পারে।

রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কার সিরিজ বাতিল

এদিকে, পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা এ দল পাকিস্তান শাহীনের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই ম্যাচ থেকে সরে এসেছে। মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এই সিদ্ধান্তের কথা জানায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘ফেডারেল রাজধানীতে চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে শ্রীলঙ্কা এ দল ও পাকিস্তান শাহীনের সিরিজের শেষ দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।’ তবে, পিসিবি এই পরিস্থিতিকে নিরাপত্তা সমস্যার সঙ্গে মেলাতে নারাজ।

এই পরিস্থিতিতে, চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১০

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১১

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১২

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

১৩

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১৪

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

১৫

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

১৬

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে জমজমাট ইলিশের বাজার

১৭

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

১৮

যেসব সাধারণ কারণে পুরুষদের পেলভিক ব্যথা হয়

১৯

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান

২০
X