ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ
টেস্ট চ্যাম্পিয়নশিপ

রোমাঞ্চ জাগাচ্ছে পয়েন্ট টেবিল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। ছবি : সংগৃহীত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। ছবি : সংগৃহীত

কিছু কল্পনাই যেন এখন সত্যিতে পরিণত। অবিশ্বাস্য কিছুই যেন উঁকি দিচ্ছে। টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনাল খেলবে কে—এ প্রশ্নের উত্তর এখন আর সহজেই মিলছে না। অস্ট্রেলিয়া-ভারত হিসেবে তো থাকছেনই। সঙ্গে দৌড়ে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। অথচ কয়েক মাস আগেও অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার ফাইনালের স্বপ্ন দেখেছিল অনেকে। এখন সব হিসেবনিকেশ বদলে গেছে। যেকেউই যেতে পারে স্বপ্নের ফাইনালের মঞ্চে। আগের দুই আসরের চেয়ে এবারই একটু বেশি রোমাঞ্চ জাগাচ্ছে পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশ।

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া-ভারত—দুই সিরিজের ফল পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন এনেছে। সবচেয়ে বড় চমকটা অবশ্য প্রোটিয়ারা দেখল। অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে ২-০ ব্যবধানে জয়। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সমান ব্যবধানে জিতে ৬৩.৩৩ পয়েন্টে টেবিলের শীর্ষে টেম্বা বাভুমার দল। দুইয়ে আছে অস্ট্রেলিয়া; তাদের পয়েন্ট বর্তমানে ৬০.৭১। তিনে থাকা ভারত অবশ্য খুব যে পিছিয়ে তা কিন্তু নয়। তবে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়াতেই যত বিপদ। পরের তিন টেস্টের মধ্যে তিনটিই জিততে হবে তাদের। একটিও হেরে গেলে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কার দিকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আরও দুটি টেস্ট খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে পাকিস্তানের দুই ম্যাচের সিরিজের একটি জিতলেই ফাইনালে খেলাটা নিশ্চিত হয়ে যাবে প্রোটিয়াদের। প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে তারা। সেজন্য পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাভুমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণও বটে। যেকোনো মূল্যে জয়ের খোঁজ করতে হবে তাদের। ২-০ কিংবা ১-০ ব্যবধান হলেও তারা এগিয়ে থাকবে। কিন্তু যদি ১-১তে সিরিজটি ড্র হয়। তাহলেও তাদের ভয়ের কোনো কারণ নেই। ভারত কিংবা অস্ট্রেলিয়ার মধ্যে একদলই পারবে তাদের ওপর থাকতে। কিন্তু যদি ০-০ হয়। সেক্ষেত্রে সমীকরণ আবার কঠিন। কেননা, ভারত যদি বাকি তিন ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে এবং অজিরা যদি শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে, তাহলে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-ভারতই।

বড় চাপে ভারত। কেননা, বর্ডার গাভাস্কার ট্রফিতে ইতিমধ্যে ১-১ সমতায় তারা। বাকি তিন ম্যাচের মধ্যে যদি ২টি জয় ও একটি ড্র করতে পারে। তাহলেও সম্ভাবনা টিকে থাকবে তাদের। কিন্তু যদি ভারত ২-৩ ব্যবধানে সিরিজ হারে। তাহলে বাকি তিনজনই পারবে ফাইনালের দৌড়ে টিকে থাকতে এবং ভারতকে নিচে ফেলে দিতে। কিন্তু ১-৪ ব্যধানে হেরে গেছে ভারতের কোনো সম্ভাবনাই আর থাকবে না। আর অস্ট্রেলিয়া যদি বাকি তিন ম্যাচের মধ্যে ২টিও জয় পায়, তাতেই ফাইনালের একটি দল হবে তারা। কিন্তু যদি একটি জিতে বাকি দুটি হারে; তখন শ্রীলঙ্কা সফরে দুটিই জেতা লাগবে তাদের। অর্থাৎ কঠিন সমীকরণ এড়াতে ভারতকে বাকি তিন ম্যাচের দুটিতে হারালেই সফল হবে গত আসরের রাজদণ্ডজয়ীরা। আর পাকিস্তানের ৪টি টেস্ট বাকি থাকাতে তাদের গাণিতিক জায়গা থেকে বাদ দেওয়া যাচ্ছে না। ৪টিতে জিতলে তাদের পয়েন্টও হবে ৫২.৩৮। আদৌতে সে পর্যন্ত হয়তো সমীকরণ টিকবেও না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১০

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১১

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১২

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১৩

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১৪

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

১৫

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

১৬

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

১৭

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

১৮

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৯

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

২০
X