স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নিজের নামে ট্রফি, অথচ উপস্থাপনা থেকে বাদ হওয়ায় হতবাক গাভাস্কার

সুনীল গাভাস্কার। ছবি : সংগৃহীত
সুনীল গাভাস্কার। ছবি : সংগৃহীত

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বর্ডার-গাভাস্কার ট্রফির ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশাল এক চমকের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার জয়ে ট্রফি তুলে দিলেন কিংবদন্তি অ্যালান বর্ডার, অথচ তার নামাঙ্কিত ট্রফি দেওয়ার জন্য উপেক্ষিত হলেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। অনুষ্ঠানের সময় তিনি মাঠের একপাশে একা দাঁড়িয়ে ছিলেন, যা দেখে হতবাক হন অনেকেই।

এই সিদ্ধান্তে হতাশ গাভাস্কার সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘শুধু আমি ভারতীয় বলে?’

অস্ট্রেলিয়ার ক্রীড়া সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আমি অবশ্যই ট্রফি প্রদান করতে চাইতাম। এটি তো বর্ডার-গাভাস্কার ট্রফি, যেখানে ভারত ও অস্ট্রেলিয়া দু’দেশই সমান গুরুত্বপূর্ণ। আমি মাঠেই ছিলাম, কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়া জিতেছে বলে আমাকে উপস্থাপনা থেকে বাদ দেওয়া হলো? এটি ঠিক নয়। আমি আমার বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে মিলেই ট্রফি উপস্থাপন করতে পারতাম।’

এদিকে খবরে প্রকাশ হয় যে ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে যদি অস্ট্রেলিয়া জেতে, তবে ট্রফি প্রদান করবেন অ্যালান বর্ডার, আর যদি ভারত জেতে বা ড্র হয়, তবে গাভাস্কার সেটি উপস্থাপন করবেন। তবে মনে করা হচ্ছে, এই সিদ্ধান্ত সম্পর্কে গাভাস্কার আগে থেকেই জানতেন না, যার ফলে তিনি পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাননি।

অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে সিরিজ জিতে দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল। প্রথম টেস্টে পার্থে হারলেও, অ্যাডিলেডে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর ব্রিসবেনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ড্র করে তারা। এরপর মেলবোর্ন ও সিডনিতে টানা জয় তুলে নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট নিশ্চিত করে প্যাট কামিন্সের দল।

তৃতীয় দিনের সকালে মাত্র ৪৫ মিনিটে ভারতের ইনিংস গুটিয়ে যায়। স্কট বোল্যান্ড (৬/৪৫) ও প্যাট কামিন্স (৩/৪৪) মিলে ভারতকে ১৫৭ রানে অলআউট করেন।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের একমাত্র আশার আলো হয়ে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি প্রথম সেশনে তিনটি উইকেট তুলে নেন। তবে উসমান খাজার (৪১), ট্রাভিস হেডের (৩৪*) ও অভিষিক্ত বো ওয়েবস্টারের (৩৯*) ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়া ৬ উইকেটে সহজ জয় নিশ্চিত করে।

১৯৯৬-৯৭ সাল থেকে অনুষ্ঠিত হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফি এখন টেস্ট ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ দ্বৈরথে পরিণত হয়েছে। এবারের পাঁচ ম্যাচের সিরিজে বিভিন্ন স্টেডিয়ামে দর্শক রেকর্ড ভেঙেছে, বিশেষ করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভাঙে ৮৭ বছরের পুরনো রেকর্ড।

তবে এত বড় এক ঐতিহাসিক সিরিজের শেষে নিজের নামাঙ্কিত ট্রফির উপস্থাপনা থেকে বাদ পড়া গাভাস্কারের জন্য অত্যন্ত অপমানজনক মনে হয়েছে, যা ক্রিকেটবিশ্বে বিতর্কের জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ফার্মগেটে বিক্ষোভ

সকালে খালি পেটে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

১০

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

১১

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

১২

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১৩

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১৪

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১৫

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৬

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৭

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৮

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৯

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

২০
X