স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে ভারতের স্পিন-পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ

দুপুর তিনটায় দুবাইয়ে শুরু হবে রোহিত-শান্তদের লড়াই। ছবি : সংগৃহীত
দুপুর তিনটায় দুবাইয়ে শুরু হবে রোহিত-শান্তদের লড়াই। ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর দুবাইয়ে আবারও ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। ২০১৮ সালের পর এই ভেন্যুতে প্রথমবারের মতো ভারত ও বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটে। যদিও এই মাঠে সর্বশেষ ওয়ানডে ম্যাচ হয়েছিল ২০২৪ সালের মার্চে, তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দু'দলই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায়।

মাঝের ওভারগুলোর গুরুত্ব

ওয়ানডে ম্যাচের মাঝের ওভারগুলো অনেক সময়ই গুরুত্বহীন মনে হতে পারে, কিন্তু আসল খেলাটা জমে এখানেই। ভারতের বর্তমান দলটি সেই ভাবনাকে চ্যালেঞ্জ জানাতে দুবাই এসেছে। সম্প্রতি সিরিজগুলোতে দেখা গেছে, তাদের ব্যাটাররা দ্রুত রান তুলতে সক্ষম, আবার বোলাররা ধারাবাহিকভাবে উইকেট তুলে নিতে পারছে। এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত কৌশল—দলটিকে সেরা খেলোয়াড় ছাড়াই জিততে শেখানো। যেমন, চোটের কারণে নেই জাসপ্রীত বুমরাহ, তবে দল তার অভাব যেন না টের পায় সেজন্য প্রস্তুত পরিকল্পনা নিয়ে এসেছে তারা।

অন্যদিকে, স্পিন-বিষের বিরুদ্ধে বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে ভালো লড়াই করতে পারে বলে আশা করা হচ্ছে। বিপিএলের ব্যাটিং-উৎসবের কারণে বাংলাদেশের ব্যাটাররা স্পিন খেলার অনুশীলন পেয়েছে। তবে দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ। শেষ ওয়ানডে সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে। একইসঙ্গে, ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে ৩০০ রানের বেশি রান খরচের তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের।

ফর্মের পর্যালোচনা

ভারত: জয়-জয়-জয়-পরাজয়-পরাজয় (শেষ পাঁচ ম্যাচ)

বাংলাদেশ: পরাজয়-পরাজয়-পরাজয়-পরাজয়-জয়

দুই তারকার লড়াই: শ্রেয়াস আইয়ার বনাম নাহিদ রানা

ভারতের মিডল-অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়াস আইয়ার। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ১৪৫ কিমি গতির শর্ট বলে ছক্কা হাঁকিয়ে তিনি নিজের উন্নতির প্রমাণ দিয়েছেন। দীর্ঘদিন ধরে শর্ট বল তার দুর্বলতা হিসেবে চিহ্নিত ছিল, কিন্তু তিনি সেটা কাটিয়ে উঠেছেন। এবার দুবাইয়ে তার সেই নতুন আত্মবিশ্বাসের পরীক্ষা হবে।

বাংলাদেশের জন্য মূল অস্ত্র হতে পারেন নাহিদ রানা। গত কয়েক মাসে তিনি নিজের গতি দিয়ে আলোড়ন তুলেছেন, বিশেষ করে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডির মন্থর উইকেটেও ভয়ঙ্কর বোলিং করে নজর কেড়েছেন। ক্যারিবীয়দের বিপক্ষে ১৪৯ কিমি গতির এক দুর্দান্ত ডেলিভারিতে এভিন লুইসকে বোল্ড করে তিনি নিজের সামর্থ্য দেখিয়েছেন। এবার দুবাইয়ে নতুন মিশনে নামছেন তিনি।

প্রত্যাশিত একাদশ

ভারত (সম্ভাব্য একাদশ):

১. রোহিত শর্মা (অধিনায়ক), ২. শুভমান গিল, ৩. বিরাট কোহলি, ৪. শ্রেয়াস আইয়ার, ৫. কেএল রাহুল (উইকেটকিপার), ৬. হার্দিক পান্ডিয়া, ৭. রবীন্দ্র জাদেজা, ৮. অক্ষর প্যাটেল, ৯. কুলদীপ যাদব, ১০. মোহাম্মদ শামি, ১১. অর্জদীপ সিং।

বাংলাদেশ (সম্ভাব্য একাদশ):

১. তানজিদ হাসান, ২. সৌম্য সরকার, ৩. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ৪. তৌহিদ হৃদয়, ৫. মুশফিকুর রহিম (উইকেটকিপার), ৬. মাহমুদউল্লাহ, ৭. মেহেদি হাসান মিরাজ, ৮. রিশাদ হোসেন, ৯. তাসকিন আহমেদ, ১০. নাহিদ রানা, ১১. মুস্তাফিজুর রহমান।

পিচ ও পরিবেশ

দুবাইয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ হয়েছিল ২০২৪ সালে, যেখানে বড় স্কোর তুলতে পারেনি কোনো দল। ৫৮টি ওয়ানডের মধ্যে মাত্র ৪ বার ৩০০-র বেশি রান উঠেছে। অর্থাৎ, এই ম্যাচেও ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। উইকেট কিছুটা শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, যা স্পিনারদের জন্য সহায়ক হতে পারে।

দুবাইয়ের শুষ্ক উইকেটে ভারতের স্পিন-নির্ভর বোলিং কৌশলের বিপরীতে বাংলাদেশের পেস-বোলারদের পরীক্ষা দিতে হবে। নতুন নেতৃত্বে ও নতুন আক্রমণভাগ নিয়ে বাংলাদেশ কি পারবে চমক দেখাতে? অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১০

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

১১

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১২

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১৩

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

১৪

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

১৫

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

১৬

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৭

বৃদ্ধ দম্পতিকে হত্যা

১৮

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

১৯

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

২০
X