ভারতীয় টেস্ট ক্রিকেট যেন এক যুগের অবসান দেখল—রোহিত শর্মার বিদায়ের পর এবার সাদা পোশাকে প্যাড খুলে রাখলেন বিরাট কোহলি। এই সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, কোহলির বিদায়ে ভারতের টেস্ট দলে নেতৃত্ব ও অভিজ্ঞতার এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে।
সৌরভ বলেন, ‘কোহলির অবসরের খবরটা আমাকে অবাক করেছে। অবশ্যই এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এর প্রভাব পুরো টেস্ট দলের কাঠামোতেই পড়বে।’
টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ১১৩টি ম্যাচে করেছেন ৯,২৩০ রান, গড় ৪৬.৮৫— যার মাঝে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি। দুর্দান্ত ফিটনেস, আগ্রাসী মনোভাব আর নেতৃত্বগুণে কোহলি ছিলেন ভারতের আধুনিক টেস্ট রূপান্তরের অন্যতম কারিগর।
রোহিত শর্মার অবসরের পরপরই কোহলির এই ঘোষণা এসেছে। এর আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথেই বিদায় নিয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগেই ভারতীয় টেস্ট দলে দেখা দিয়েছে নেতৃত্ব সংকট। কে হবেন পরবর্তী অধিনায়ক? এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে।
সৌরভ বলেন, ‘এটা নির্বাচকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কে নেতৃত্ব দেবে, তা দীর্ঘ মেয়াদে ভেবে দেখতে হবে। পাশাপাশি বুমরার ইনজুরি পরিস্থিতিও মাথায় রাখতে হবে। সবদিক বিবেচনায় নির্বাচন করতে হবে।’
যদিও হতবাক সৌরভ, তবে বিদায়ী দুই ক্রিকেটারের প্রতি তার শ্রদ্ধা অটুট। ‘এটা ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ নিজের ইচ্ছা ছাড়া খেলা ছাড়ে না। দারুণ ক্যারিয়ার ছিল কোহলি ও রোহিত—তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
ভারতের টেস্ট ক্রিকেটে এখন নতুন অধ্যায়ের অপেক্ষা। কোহলি-রোহিত যুগ শেষ—এখন প্রশ্ন, কে ধরবেন হাল? আর এই শূন্যতা পূরণে কতটা প্রস্তুত নতুন প্রজন্ম? উত্তরের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
মন্তব্য করুন