এবারের এশিয়া কাপ ক্রিকেটে ভালোই খেল দেখাচ্ছে বৃষ্টি। সুপার ফোরের অঘোষিত ‘সেমিফাইনাল’ ম্যাচেও রয়েছে বৃষ্টির দাপট। বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিতে বৃষ্টির কারণে টসই সম্পন্ন সম্ভব হয়নি।
সুপার ফোর থেকে প্রথম দল হিসেবে ইতোমধ্যে ফাইনাল খেলা নিশ্চিত করেছে ভারত। ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। টানা দুই হারে ফাইনালের আশা আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের।
পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে কোন দল? রান রেটের হিসেবে সেই দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি পণ্ড হলে ফাইনালে যাওয়ার লড়াই থেকে ছিটকে পড়বে পাকিস্তান। তখন ১৭ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
সুপার ফোর পর্বে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। দুই ম্যাচে একটি করে জয় ও হারে দুই পয়েন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কার। তবে নেট রান রেটে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় স্থানে পাকিস্তান।
পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে রানরেটের হিসাবে ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। বর্তমানে রান রেটেরে হিসাবে শ্রীলঙ্কা (-০.২০০) এগিয়ে পাকিস্তানের (-১.৮৯২) চেয়ে।
মন্তব্য করুন