ক্যারিয়ারে প্রথমবার আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। চলমান বিশ্বকাপের শুরুর দিকে ব্যর্থ হওয়ায় সমালোচনায় বিদ্ধ হন পাকিস্তান পেসার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট এবং দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট শিকার করেছেন আফ্রিদি।
বুধবার (১ নভেম্বর) আইসিসির প্রকাশিত হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে পাঁচ বছরের ক্যারিয়ারে প্রথমবার বোলিং র্যাঙ্কিংয়ের ১ নম্বর বোলার হলেন শাহিন। সাত নম্বর পজিশন থেকে শীর্ষস্থান দখল করেছেন বাঁহাতি এই পেসার।
ভারতে চলমান বিশ্বকাপের শুরুতে শাহিন আফ্রিদির ফর্ম নিয়ে সমালোচনায় লিপ্ত হন সাবেক ক্রিকেটাররা। তবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের রুদ্রমূর্তি ধারণ করেন আফ্রিদি। শেষ তিন ম্যাচে ১১ উইকেট শিকার করেন পাকিস্তান পেসার। যা তাকে প্রতিযোগিতায় যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বানিয়েছে। অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার সমান ১৬ উইকেট শিকার করেছেন শাহিন। গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নিয়ে পেসারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন এই বাঁহাতি পেসার।
শাহিন র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠায় অস্ট্রেলিয়ার পেসার হ্যাজলউড দুইয়ে নেমে গেছেন। এ ছাড়া সিরাজ, কেশব মহারাজ, ট্রেন্ট বোল্ট, রশিদ খান, কুলদীপ যাদব ও মুজিব উর এক ধাপ করে পিছিয়েছেন।
ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন বাবর আজম। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তিন ফিফটি হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তবে শুভমান গিল তাকে হটিয়ে শীর্ষে উঠার খুব কাছে আছেন। তাদের রেটিং ব্যবধান মাত্র ২। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ইনিংস খেলতে পারলেই শীর্ষে উঠে আসবেন ভারতীয় ওপেনার। অন্যদিকে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান।
মন্তব্য করুন