স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টার অভিযোগের পর বরখাস্ত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহ। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহ। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নিয়ে দেশটির রাজনীতি বেশ উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে বিশ্বকাপ চলাকালে পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহকেই এবার করা হয়েছে বরখাস্ত। তাকে চাকরিচ্যুত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বরখাস্ত এই ক্রীড়ামন্ত্রী ক্রিকেট বোর্ডে দুর্নীতিমুক্ত অভিযান চালানোর কারণে প্রেসিডেন্ট তাকে হত্যা করতে পারেন বলে এমন অভিযোগ করেছিলেন।

সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রিসভার এক বৈঠকে রানাসিংহেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। পরে বরখাস্তের ব্যাপারটি নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি। রানাসিংহের সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলে আসছে। এই দ্বন্দ্বের জেরে শ্রীলঙ্কার ক্রিকেটকে বরখাস্তও করেছে আইসিসি।

বরখাস্ত হওয়ার আগে সংসদে রানাসিংহে বলেন, ‘ক্রিকেট বোর্ড পরিচ্ছন্ন করার কাজের জন্য আমাকে হত্যা করা হতে পারে, এমন আশঙ্কা করছি। যদি রাস্তায় আমাকে হত্যা করা হয়, তাহলে প্রেসিডেন্ট এবং তার চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’

রানাসিংহের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বরখাস্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার অফিস। শ্রীলঙ্কার ডেইলি মিরর, নিউজওয়্যার জানায়, আজ বিকেলে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রানাসিংহে। সেখানেই তিনি বরখাস্ত হওয়ার চিঠি পান। শুধু মন্ত্রিত্ব থেকে নয়, সরকারের অন্যান্য পদ থেকেও বরখাস্ত করা হয়েছে এই ৪৮ বছর বয়সীকে।

সম্প্রতি দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন রানাসিংহে। এর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেন তিনি। এরপর শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে বোর্ডে অন্তর্বর্তীকালীন কমিটিও গঠন করা হয়।

যদিও এক দিন পরই শ্রীলঙ্কার আদালত সে কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপর শ্রীলঙ্কার আইনসভাতেও এসএলসির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এমনিতে ১৯৭৩ সালে জাতীয় ক্রীড়া আইন অনুযায়ী, শ্রীলঙ্কার সব জাতীয় দল চূড়ান্ত অনুমোদনে ভূমিকা রাখেন দেশটির ক্রীড়ামন্ত্রী।

এরইমধ্যে ১০ নভেম্বর আইসিসি কর্তৃক বরখাস্ত হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২১ নভেম্বর আহমেদাবাদে আইসিসির বোর্ড মিটিংয়ের পর জানানো হয়, শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি যদি দেওয়া হয়ও আগামী বছর সেখানে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে। সেটি নিয়ে যাওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডকে দেওয়া তহবিল সীমিত করে আনার ঘোষণাও দেয় আইসিসি। আইসিসির নিষেধাজ্ঞা তদন্ত করতে একটি কমিটি গঠন করেছেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে।

এদিকে প্রেসিডেন্ট অনুরোধ করা সত্ত্বেও বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত থেকে সরে না আসার ব্যাপারে অনড় থাকেন রানাসিংহে। সংসদকেও পাশে পান তিনি। এ সংক্রান্ত একটি বিলও পাস করা হয় তিন সপ্তাহ আগে, যাতে আর্থিক বিবরণী পর্যবেক্ষণের আগপর্যন্ত ক্রিকেট বোর্ডকে পদত্যাগ করতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায় 

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তান সরকারের পাশে রাশিয়া

প্রবাসীর বাড়িতে ডাকাতের চিঠি, হত্যা-গণধর্ষণের হুমকি

‘গাজায় ৮৫ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল’

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয় দেওয়া ভুয়া ব্যারিস্টার গ্রেপ্তার

গাজায় ৪৮ ঘণ্টার নারকীয় তাণ্ডব, নিহত ৩০০

০৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আসামির হুমকি / ‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’

১০

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে নারী-শিশুসহ দগ্ধ ৩

১১

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

১২

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

১৩

ইসরায়েলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

১৪

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

১৫

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

১৬

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

১৭

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

১৮

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

১৯

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

২০
X