বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরে শিরোপার মূল দাবিদার হিসেবেই ভাবা হচ্ছিল গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও তৃতীয় হওয়া রংপুর রাইডার্স। দুই দলই আসরে ভালো শুরু না পেলেও ঠিকই ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া দুই দলের হাইভোল্টেজ ম্যাচে তাই চোখ থাকবে দেশের ক্রিকেট ভক্তদের। টসে জিতে এই ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিপিএলের সিলেট পর্বের এই ম্যাচে রংপুর দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। আর কুমিল্লা এই ম্যাচে খেলছে তিন পরিবর্তন নিয়ে। কুমিল্লার একাদশে নেই ইমরুল কায়েস।
এবারের আসরে দুই দলই ফেবারিট হিসেবেই শুরু করেছিল। যদিও বিগ বাজেটের দল দুটি হার দিয়ে এবারের আসর শুরু করেছিল। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা। অন্যদিকে, শেষ ম্যাচে জয়ে ফিরেছে রংপুরও। এবার তাদের সামনে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ।
রংপুর রাইডার্স একাদশ
বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড ও আলিস ইসলাম।
মন্তব্য করুন