শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ

প্লে অফের রেস থেকে ছিটকে গেল ঢাকা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবারের বিপিএলে বড় এক হতাশার নাম দুর্দান্ত ঢাকা। অথচ প্রথম ম্যাচেই আগের আসরের শিরোপাজয়ী দল কুমিল্লাকে হারিয়ে শুরু করে তারা। কিন্তু তার পরের গল্প শুধুই হতাশা আর আক্ষেপের। বিপিএল যখন শেষের দিকে তখনও তাদের নামের পাশে এক জয়। এই জয় নিয়েও বিপিএলের প্লে-অফের ক্ষীন আশা ছিল তাদের, তবে আজ বিপিএলে নিজেদের নবম ম্যাচে হার তা পুরোপুরি শেষ করে দিয়েছে। ফরচুন বরিশালের কাছে বড় পরাজয়ে সবার আগে প্লে-অফ দৌড় থেকে ছিঁটকে গেল ঢাকার ফ্রাঞ্চাইজিটি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করে ফরচুন বরিশাল। জবাবে দুই বল বাকি থাকতেই ১৪৯ রানে অলআউট হয় ঢাকা। ৪০ রানের বড় জয়ে নিজেদের প্লে-অফ হোপ যেমন বাঁচিয়ে রাখল বরিশাল। তেমনি অষ্টম হারে সেই স্বপ্নের বিসর্জন দিল ঢাকা।

১৯০ রানের বিশাল টার্গেটে ঠিক কখনোই ম্যাচে ছিল না ঢাকা। বড় এই টার্গেটের তাড়ায় ঢাকার শুরুটা ছিল ধীরগতির। দ্বিতীয় ওভারেই ওপেনার সাব্বির হোসেনকে হারায় এবারের নবাগত ফ্রাঞ্চাইজিটি। এরপর গত ম্যাচে বড় রান পাওয়া মোহাম্মদ নাঈম শেখও থিতু হতে পারেননি, ব্যক্তিগত মাত্র ১০ রানে তিনিও খেই হারান। দ্রুত উইকেট হারাতে থাকা দলটি পাওয়ার প্লে’র ৬ ওভারে তোলে মাত্র ৪১ রান। পরের ওভারে আগের ম্যাচের অর্ধশতক হাকানো সাইফ হাসানকে হারিয়ে আরও বিপদে পড়ে। সেই বিপদ থেকে উদ্ধারে অ্যালেক্স রসের সঙ্গে জুটি বাধেন এসএম মেহেরুব। রস দ্রুতগতিতে রান তুললেও মেহেরুব হাত খুলতেই পারছিলেন না।

মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যাওয়ার আগে ২৯ বলে ২৮ রান করেন। তখনই ঢাকার হার অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। তার সঙ্গে যোগ হয়েছিল পরবর্তী ২১ রানে ঢাকার আরও ৪ উইকেটের পতন। শেষ পর্যন্ত লড়াইয়ের মানসিকতা নিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন রস। যদিও ১৯তম ওভারে তিনি বিদায় নেন। তার আগে ৩০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় রস করেন ৫২ রান।

মাঝে একটি ছয় ও চারের বাউন্ডারিতে ব্যবধান কমিয়েছেন তাসকিন আহমেদ। তবে ১৯.৪ ওভারেই তার দল ১৪৯ রানে অলআউট হয়ে যায়। বরিশালের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন মেহেদী মিরাজ ও ওবেদ ম্যাককয়।

এর আগে টস জিতে আগে ব্যাট করা বরিশাল মাত্র ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। তবে এরপর মাহমুদউল্লাহ ও সৌম্যর দুর্দান্ত ১৩৯ রানের জুঁটিতে ভর করে ১৮৯ রান করে বরিশাল। দুজনেই ঝোড়ো ফিফটি পেয়েছেন। শেষদিকে শোয়েব মালিকও তাণ্ডব চালিয়েছেন। ৪৭ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানে ফেরেন মাহমুদউল্লাহ। এরপর আর উইকেট হারায়নি বরিশাল। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সৌম্য ও শোয়েব মালিক। শেষ তিন ওভারে তারা ৩১ রান যোগ করেন। সৌম্য ৪৮ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ছিলেন ৭৫ রানে। দুটি চার ও এক ছক্কায় ১০ বলে ১৯ রান করেন শোয়েব। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দলের প্রধান দুই পেসার তাসকিন ও শরিফুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১০

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১১

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১২

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৩

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৪

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৫

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৬

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৭

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৮

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৯

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

২০
X