ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

টিকে থাকার ম্যাচে ফিল্ডিংয়ে সিলেট  

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

বিপিএলের গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স এবারের আসরে ছিল নিজেদের ছায়া হয়ে। টানা ছয় হারে প্রথম দল হিসেবে তাদের বিদায় দেখছিল সবাই। তবে টানা তিন জয়ে আসরে এখনো টিকে রয়েছে মোহাম্মদ মিঠুনের দল। কিন্তু তাদের ভাগ্য এখন ক্ষীণ সুতোয় ঝুলে রয়েছে। প্লে-অফে যেতে হলে আসরের বাকি তিন ম্যাচে জয় ব্যতীত অন্য কোনো কিছু ভাবা চলবে না তাদের। টিকে থাকার তিন ম্যাচের প্রথমটিতে আজ তাদের প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। এ রকম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে তারা।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারের পর টানা দুই ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে ভালো অবস্থানে আছে ফরচুন বরিশাল। প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার পথে চলতি বিপিএলে নিজেদের দশম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১৭ ফেব্রুয়ারি) আসরের ৩৫তম ম্যাচটি মাঠে গড়িয়েচে দুপুর দেড়টায়।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ৯ ম্যাচ ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে অনেকটা নিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও। তিন ও চার নম্বরের অবস্থান নিয়ে লড়াই চলছে বাকি দলগুলোর। এর মধ্যে দুর্দান্ত ঢাকা ছিটকে পড়লেও কিছুটা আশা টিকে আছে সিলেট স্ট্রাইকার্সের।

হাড্ডাহাড্ডি লড়াইটা চলছে বরিশাল, খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বরিশাল। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে খুলনা ও চট্টগ্রাম। দুদল অবশ্য বরিশালের তুলনায় একটি ম্যাচ বেশি খেলেছে। তামিমরা তাই সুযোগ পাচ্ছে, সিলেটের বিপক্ষে জয় তুলে লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখার।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে পাচ্ছে না বরিশাল। নিজ দেশে ফিরে গেছেন তিনি। তার জায়গায় একাদশে ফিরেছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স।

এদিকে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ছয়ে অবস্থান সিলেটের। প্লে অফের দৌড়ে অনেকটা পিছিয়ে পড়লেও এখনো কাগজে-কলমে টিকে আছে তাদের আশা। তাদের অবস্থাটা এখন বাঁচা-মরার। লড়াইয়ে টিকে থাকতে জিততে হবে সবগুলো ম্যাচ। টিকে থাকার মিশনে একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। সামিত প্যাটেল ও রেজাউর রহমান রাজার জায়গায় ভেড়ানো হয়েছে অ্যাঞ্জেলো পেরেরা ও শফিকুল ইসলামকে।

ফরচুন বরিশালের একাদশ: আহমেদ শেহজাদ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, কেশব মহারাজ, খালেদ আহমেদ ও ওবেদ ম্যাককয়।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: হ্যারি টেক্টর, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, রায়ান বার্ল, অ্যাঞ্জেলো পেরেরা, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

‘বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে’

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক

ইয়ারফোন কানে না দিলে কাজে মন বসে না? অজান্তেই যে ক্ষতি করছেন

১০

ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা

১১

অস্ট্রেলিয়া সিরিজের জন্য চমক রেখে ভারতীয় দল ঘোষণা

১২

যশোরে এক দিনে কাঁচা মরিচ কেজিতে বাড়ল ১৭০ টাকা

১৩

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরই বোমা ফেলল ইসরায়েল

১৪

সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ

১৫

নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে: সালাহউদ্দিন

১৬

ক্যারিবীয়দের উড়িয়ে তিন দিনেই ভারতের টেস্ট জয়

১৭

ডুবে যাওয়া জাহাজ থেকে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

১৯

নুরের দেশে আসার সময় জানালেন রাশেদ

২০
X