ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলের প্লে অফে কে কার প্রতিপক্ষ

বিপিএলের প্লে-অফেরে চার দল।
বিপিএলের প্লে-অফের চার দল। ছবি : সংগৃহীত

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের গ্রুপ পর্বের লড়াই। নিশ্চিত হয়েছে পয়েন্ট টেবিলের সেরা চার দল। সবশেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এর আগে গ্রুপের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত করে প্লে-অফের কোয়ালিফায়ার-১। অন্যদিকে থেকে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আর পয়েন্ট টেবিলের তলানির তিন দল হচ্ছে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা। প্রথম ম্যাচ জিতলেও রেকর্ড টানা ম্যাচ ১১ হেরেছে রাজধানীর দল। ২ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে ঢাকা।

এবার হতাশ করেছে গত আসরের রানার্স আপ সিলেট। ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে এবারের বিপিএল শেষ করেছে মাশরাফীর দল। আর দুর্দান্ত শুরুর পরও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি খুলনা। টানা চার জয় দিয়ে শুরু করা খুলনা, বিপিএলের দশম আসর শেষ করে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে।

এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। গ্রুপ পর্বে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বরিশাল। আর বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের চারে চট্টগ্রাম।

এদিকে রিজার্ভ ডে রাখার কারণে বিপিএলের প্লে-অফের সূচির পরিবর্তন আনা হয়েছে। ২৫ ফেব্রুয়ারির পরিবর্তে একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয় প্লে-অফ শুরুর দিন। এ দিন দুপুরে এলিমিনেটর ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে থাকা চট্টগ্রাম ও বরিশাল। এই ম্যাচে জয়ী খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

এরপর একই দিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। এ ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে ফাইনালে। আর এই ম্যাচে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পরাজিত দলের। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে তারা। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

অন্যান্য বারের মতো এবারও প্লে-অফের সব ম্যাচ রাখা হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে। বাড়ানো হয়েছে টিকিটের দামও। গ্রুপপর্বে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২০০ টাকা। কিন্তু প্লে-অফে করা হয়েছে ৩০০ টাকা। প্লে-অফের তিন ম্যাচ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১০

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১১

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১২

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

১৩

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

১৪

পুলিশ সদস্যদের হামলা ও অপদস্তের প্রতিবাদ দুই সংগঠনের 

১৫

ফুটপাতে পাওয়া সেই নবজাতককে নিতে চান ২৩ দম্পতি

১৬

আগামী বছর থেকে ফুটবল ক্যালেন্ডারে আসছে বড় পরিবর্তন

১৭

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইতিহাস রচনা করবে ইউএফসি লড়াই

১৮

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন করা হবে : তারেক রহমান

১৯

আধুনিক যন্ত্রেই নিশ্চিত হবে নিরাপদ খাদ্য : মেয়র শাহাদাত

২০
X