ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলের প্লে অফে কে কার প্রতিপক্ষ

বিপিএলের প্লে-অফেরে চার দল।
বিপিএলের প্লে-অফের চার দল। ছবি : সংগৃহীত

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের গ্রুপ পর্বের লড়াই। নিশ্চিত হয়েছে পয়েন্ট টেবিলের সেরা চার দল। সবশেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এর আগে গ্রুপের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত করে প্লে-অফের কোয়ালিফায়ার-১। অন্যদিকে থেকে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আর পয়েন্ট টেবিলের তলানির তিন দল হচ্ছে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা। প্রথম ম্যাচ জিতলেও রেকর্ড টানা ম্যাচ ১১ হেরেছে রাজধানীর দল। ২ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে ঢাকা।

এবার হতাশ করেছে গত আসরের রানার্স আপ সিলেট। ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে এবারের বিপিএল শেষ করেছে মাশরাফীর দল। আর দুর্দান্ত শুরুর পরও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি খুলনা। টানা চার জয় দিয়ে শুরু করা খুলনা, বিপিএলের দশম আসর শেষ করে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে।

এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। গ্রুপ পর্বে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বরিশাল। আর বরিশালের সমান ১৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের চারে চট্টগ্রাম।

এদিকে রিজার্ভ ডে রাখার কারণে বিপিএলের প্লে-অফের সূচির পরিবর্তন আনা হয়েছে। ২৫ ফেব্রুয়ারির পরিবর্তে একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয় প্লে-অফ শুরুর দিন। এ দিন দুপুরে এলিমিনেটর ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে থাকা চট্টগ্রাম ও বরিশাল। এই ম্যাচে জয়ী খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

এরপর একই দিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। এ ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে ফাইনালে। আর এই ম্যাচে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পরাজিত দলের। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে তারা। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

অন্যান্য বারের মতো এবারও প্লে-অফের সব ম্যাচ রাখা হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে। বাড়ানো হয়েছে টিকিটের দামও। গ্রুপপর্বে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২০০ টাকা। কিন্তু প্লে-অফে করা হয়েছে ৩০০ টাকা। প্লে-অফের তিন ম্যাচ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

১০

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

১১

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

১২

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৩

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

১৪

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

১৫

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

১৬

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

১৭

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

১৮

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

১৯

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

২০
X