ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ারিয়ায়ারে মঙ্গলবার (২১ মে) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলের ফাইনালে ওঠার লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
পুরো আসর জুড়ো আগ্রাসী ব্যাটিং করেছে হায়দরাবাদ। বিশেষ করে তাদের ট্রেভিস হেড ও অভিষেক শর্মার মারকুটে ব্যাটিং কলকাতার মাথা ব্যথার কারণ। যদিও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করায় আত্মবিশ্বাসেরর অভাব নেই শ্রেয়াস আইয়ারের দলের।
প্রতিপক্ষ হায়দরাবাদ ছাড়াও ৩টি বিষয় ভাবাচ্ছে কেকেআরকে। প্রথমটি হচ্ছে, দারুণ শুরুর পরও ওপেনিং জুটি বড় করতে পারছেন না সুনিল নারাইন ও ফিল সল্ট। যা চিন্তায় ফেলেছে দলটির টিম ম্যানেজমেন্টকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইংল্যান্ডে ফিরে গেছেন সল্ট। ফলে ভেঙে গেছে ওপেনিং জুটি। প্রথম প্রথম কোয়ালিফায়ানে নতুন ওপেনিং জুটি খেলাতে হবে দলটিকে।
দীর্ঘদিন ধরে ম্যাচের মধ্যে না থাকা কলকাতার দ্বিতীয় ভাবনার। বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ। ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল কেকেআর। ফলে প্লে-অফের আগে পরীক্ষা-নিরীক্ষার কোনো সুযোগও পায়নি তারা।
সবশেষ ১০ দিনে অতিরিক্ত ভ্রমণ করেছে দলটি, যা তাদের ভাবনার তৃতীয় কারণ। প্রথমে কলকাতা থেকে আহমেদাবাদে যায় তারা। এরপর আবার ফিরতে হয় কলকাতায়, সেখান থেকে গুহাটি যায় শ্রেয়াস আইয়ারের দল। গুহাটিতে থেকে আবারও তাদের আসতে হয় আহমেদাবাদে।
ম্যাচ খেলার তো দূরের কথা বিঘ্ন ঘটে অনুশীলনে। সঙ্গে যোগ হয়েছে অতিরিক্ত ভ্রমণের ক্লান্তি। এ সব বিষয় মাথায় রেখে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের মুখোমুকি হবে কলকাতা।
এ ম্যাচের জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। হারলেও ফাইনালে খেলার সুযোগ থাকবে। পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
মন্তব্য করুন