স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ব্যর্থতা ব্যাখায় আধা ঘণ্টা লাগবে বিসিবি সভাপতির

দলের ব্যর্থতা ব্যাখায় ৩০ মিনিট সময় চেয়েছেন পাপন। ছবি: সংগৃহীত
দলের ব্যর্থতা ব্যাখায় ৩০ মিনিট সময় চেয়েছেন পাপন। ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অফফর্মে থাকা স্বত্তেও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সুযোগ থাকলেও, বাংলাদেশ তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এমনকি ক্রিকেটারদের মধ্যে সেমিফাইনালের সমীকরণ মেলানোর মানসিকতাও দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটি জিতলেও, সুপার এইটে প্রতিটি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। আর গতকাল তো আফগানিস্তানের কাছে ডি/এল মেথডে ৮ রানে হেরে বিশ্বকাপ অভিযানই শেষ হলো। এ বিষয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (২৬ জুন) টাইগারদের পরাজয় ও বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে বিসিবি প্রধানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তবে তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করতে ৩০ মিনিট লাগবে বলে জানান এবং সাংবাদিকদের পরে কোন এক সময় আমন্ত্রণ জানান। তবে সেই ব্রিফিংয়ের সুনির্দিষ্ট কোনো সময় এখনও জানানো হয়নি।

পাপন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটা শুধু গতকালের ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট নিয়ে (বলতে হবে) যা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরো বিষয়টা… পারফরম্যান্স বলতে গেলে এর পেছনে অনেক কথা বলতে হবে। এটা না হলে আপনারা বুঝবেন না, কেউ বুঝবে না। আপনারা আসেন, মিনিমাম আধাঘণ্টা লাগবে আমার ব্যাখ্যা করতে।’

এর আগে (মঙ্গলবার) সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে রশিদ খানের নেতৃত্বাধীন দল আগে ব্যাট করে ১১৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের সেমিফাইনালে যেতে হলে ১২.১ ওভারের মধ্যে লক্ষ্য ছুঁতে হতো। কিন্তু সেই সমীকরণ মেলানো দূরে থাক, শান্ত-সাকিবরা মাত্র ১০৫ রানে অলআউট হয়ে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিদায় নিশ্চিত করে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত এ বিষয়ে বলেন, ‘পরিকল্পনা ছিল যে আমরা প্রথম ৬ ওভারে চেষ্টা করব। ভালো শুরু করলে এবং দ্রুত উইকেট না হারালে আমরা সুযোগটা নেব। কিন্তু দ্রুত ৩ উইকেট হারানোর পর আমাদের পরিকল্পনা পরিবর্তন হয়। তারপরও আমি বলব, মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি। যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

১০

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

১১

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

১২

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

১৩

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

১৪

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

১৫

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৯

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

২০
X