স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ব্যর্থতা ব্যাখায় আধা ঘণ্টা লাগবে বিসিবি সভাপতির

দলের ব্যর্থতা ব্যাখায় ৩০ মিনিট সময় চেয়েছেন পাপন। ছবি: সংগৃহীত
দলের ব্যর্থতা ব্যাখায় ৩০ মিনিট সময় চেয়েছেন পাপন। ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অফফর্মে থাকা স্বত্তেও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে সুযোগ থাকলেও, বাংলাদেশ তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এমনকি ক্রিকেটারদের মধ্যে সেমিফাইনালের সমীকরণ মেলানোর মানসিকতাও দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটি জিতলেও, সুপার এইটে প্রতিটি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। আর গতকাল তো আফগানিস্তানের কাছে ডি/এল মেথডে ৮ রানে হেরে বিশ্বকাপ অভিযানই শেষ হলো। এ বিষয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (২৬ জুন) টাইগারদের পরাজয় ও বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে বিসিবি প্রধানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তবে তিনি পুরো বিষয়টি ব্যাখ্যা করতে ৩০ মিনিট লাগবে বলে জানান এবং সাংবাদিকদের পরে কোন এক সময় আমন্ত্রণ জানান। তবে সেই ব্রিফিংয়ের সুনির্দিষ্ট কোনো সময় এখনও জানানো হয়নি।

পাপন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটা শুধু গতকালের ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট নিয়ে (বলতে হবে) যা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরো বিষয়টা… পারফরম্যান্স বলতে গেলে এর পেছনে অনেক কথা বলতে হবে। এটা না হলে আপনারা বুঝবেন না, কেউ বুঝবে না। আপনারা আসেন, মিনিমাম আধাঘণ্টা লাগবে আমার ব্যাখ্যা করতে।’

এর আগে (মঙ্গলবার) সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে রশিদ খানের নেতৃত্বাধীন দল আগে ব্যাট করে ১১৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের সেমিফাইনালে যেতে হলে ১২.১ ওভারের মধ্যে লক্ষ্য ছুঁতে হতো। কিন্তু সেই সমীকরণ মেলানো দূরে থাক, শান্ত-সাকিবরা মাত্র ১০৫ রানে অলআউট হয়ে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিদায় নিশ্চিত করে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত এ বিষয়ে বলেন, ‘পরিকল্পনা ছিল যে আমরা প্রথম ৬ ওভারে চেষ্টা করব। ভালো শুরু করলে এবং দ্রুত উইকেট না হারালে আমরা সুযোগটা নেব। কিন্তু দ্রুত ৩ উইকেট হারানোর পর আমাদের পরিকল্পনা পরিবর্তন হয়। তারপরও আমি বলব, মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি। যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বেলুচিস্তানে ভারত-পাকিস্তান তীব্র গোলাগুলি, নিহত ৩

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১০

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১১

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

১২

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

১৩

জবির প্রশাসনিক ভবনে তালা, টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ

১৪

মার্কিন হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনি

১৫

সরকারের বিজ্ঞপ্তি / নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আ.লীগকে দায়ী করা হবে

১৬

বাংলাদেশকে নিয়ে ‘চাঞ্চল্যকর’ মন্তব্য করলেন মদন লাল

১৭

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন

১৮

ভারতের সাবেক হাই কমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামায়াত

১৯

সভাপতির অসহযোগিতায় নিয়োগ স্থগিত : শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X