স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ
আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন

বিশ্বকাপ আয়োজকদের সক্ষমতার প্রশ্ন রেখে শেষ কোপা

গ্যালারিতে প্রবেশের অপেক্ষায় কলম্বিয়ার সমর্থকরা। ছবি : সংগৃহীত
গ্যালারিতে প্রবেশের অপেক্ষায় কলম্বিয়ার সমর্থকরা। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের যৌথ আয়োজনে শেষ কোপা আমেরিকা কাপের ৪৮তম আসর।

তবে শেষ হওয়ার আগে রেখে গেছে কিছু প্রশ্ন। বিশেষ করে আঙুল উঠেছে ২০২৬ বিশ্বকাপ আয়োজকদের সক্ষমতা নিয়ে। এমনতাই মনে করছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে।

২০২৬ সালে রেকর্ড ৪৮ দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর। অনেকটা ড্রেস রিহার্সাল হিসেবে এবারের কোপা আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রে।

অংশ নেয় সর্বোচ্চ ১৬ দল। প্রায় ৩ সপ্তাহের ফুটবলীয় লড়াই শেষ হয় আর্জেন্টিনার শিরোপা জয়ের মধ্য দিয়ে। পুরো আয়োজন ভালোভাবে চললেও শেষ দিকে এসে ঘটে দুটো কেলেঙ্কারি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়ার সমর্থকদের গ্যালারিতে প্রবেশকে কেন্দ্র করে গুরুতর ঘটনা ঘটে। এক পর্যায়ে সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা কর্মীদের। এতে বেশ কয়েকজন আহত হয়।

কোপা আমেরিকার ফাইনাল শুরু হয় নির্ধারিত সময়ে ৮২ মিনিট পরে। কনমেবলের পক্ষে থেকে জানানো হয়, স্বাভাবিক নিরাপত্তা বলয় রক্ষা করতে ব্যর্থ হন আয়োজকরা।

এর আগে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হারের পর গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে হাতাহাতি করেন উরুগুয়ের ফুটবলাররা। এ জন্য ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তাকে সমর্থন দেন কানাডার কোচ জেসি মার্শ ও আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।

এ জন্য ফাইনালের জন্য নিরাপত্তা বাড়ানো হয়। আয়োজকদের অভিযোগ টিকিট ছাড়া অনেকে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করেন। তা বাধা দিতেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এতে অনেকে আহত হন।

এতে পরিবারের সদস্যদের জন্য আতঙ্কিত হন ফাইনালে অংশ নেওয়া দুদলের খেলোয়াড়রা। মূল ঘটনা জানার জন্য অনেকেই বেরিয়ে আসেন ড্রেসিং রুম থেকে।

এই ঘটনা কেবল কোপা আমেরিকার কাপের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে তা নয় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আয়োজকদের দূর্বলতা।

কোপা আমেরিকার প্রথমদিন মাঠ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অভিযোগের তালিকা আরও বড়।

স্বাভাবিকের চেয়ে সংকীর্ণ খেলার মাঠ, ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রশিক্ষণ, সবচেয়ে গুরুতর, যৌক্তিক অভিযোগ হচ্ছে নিরাপত্তার ত্রুটিগুলো।

২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখক দল নিয়ে নতুন ফরম্যাটে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। পরের বছর হবে ফিফা বিশ্বকাপ। এর আগে ভুলগুলো সংশোধন না করলে বিশ্বকাপের মতো বড় আয়োজনে ঘটতে পারে বড় বিপর্যয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

মতামত ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ 

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

১০

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

১১

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

১২

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

১৩

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

১৪

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৬

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

১৭

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

১৮

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১৯

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

২০
X