স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ
আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন

বিশ্বকাপ আয়োজকদের সক্ষমতার প্রশ্ন রেখে শেষ কোপা

গ্যালারিতে প্রবেশের অপেক্ষায় কলম্বিয়ার সমর্থকরা। ছবি : সংগৃহীত
গ্যালারিতে প্রবেশের অপেক্ষায় কলম্বিয়ার সমর্থকরা। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের যৌথ আয়োজনে শেষ কোপা আমেরিকা কাপের ৪৮তম আসর।

তবে শেষ হওয়ার আগে রেখে গেছে কিছু প্রশ্ন। বিশেষ করে আঙুল উঠেছে ২০২৬ বিশ্বকাপ আয়োজকদের সক্ষমতা নিয়ে। এমনতাই মনে করছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে।

২০২৬ সালে রেকর্ড ৪৮ দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর। অনেকটা ড্রেস রিহার্সাল হিসেবে এবারের কোপা আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রে।

অংশ নেয় সর্বোচ্চ ১৬ দল। প্রায় ৩ সপ্তাহের ফুটবলীয় লড়াই শেষ হয় আর্জেন্টিনার শিরোপা জয়ের মধ্য দিয়ে। পুরো আয়োজন ভালোভাবে চললেও শেষ দিকে এসে ঘটে দুটো কেলেঙ্কারি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়ার সমর্থকদের গ্যালারিতে প্রবেশকে কেন্দ্র করে গুরুতর ঘটনা ঘটে। এক পর্যায়ে সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা কর্মীদের। এতে বেশ কয়েকজন আহত হয়।

কোপা আমেরিকার ফাইনাল শুরু হয় নির্ধারিত সময়ে ৮২ মিনিট পরে। কনমেবলের পক্ষে থেকে জানানো হয়, স্বাভাবিক নিরাপত্তা বলয় রক্ষা করতে ব্যর্থ হন আয়োজকরা।

এর আগে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হারের পর গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে হাতাহাতি করেন উরুগুয়ের ফুটবলাররা। এ জন্য ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তাকে সমর্থন দেন কানাডার কোচ জেসি মার্শ ও আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।

এ জন্য ফাইনালের জন্য নিরাপত্তা বাড়ানো হয়। আয়োজকদের অভিযোগ টিকিট ছাড়া অনেকে স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করেন। তা বাধা দিতেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এতে অনেকে আহত হন।

এতে পরিবারের সদস্যদের জন্য আতঙ্কিত হন ফাইনালে অংশ নেওয়া দুদলের খেলোয়াড়রা। মূল ঘটনা জানার জন্য অনেকেই বেরিয়ে আসেন ড্রেসিং রুম থেকে।

এই ঘটনা কেবল কোপা আমেরিকার কাপের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে তা নয় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আয়োজকদের দূর্বলতা।

কোপা আমেরিকার প্রথমদিন মাঠ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অভিযোগের তালিকা আরও বড়।

স্বাভাবিকের চেয়ে সংকীর্ণ খেলার মাঠ, ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রশিক্ষণ, সবচেয়ে গুরুতর, যৌক্তিক অভিযোগ হচ্ছে নিরাপত্তার ত্রুটিগুলো।

২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখক দল নিয়ে নতুন ফরম্যাটে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। পরের বছর হবে ফিফা বিশ্বকাপ। এর আগে ভুলগুলো সংশোধন না করলে বিশ্বকাপের মতো বড় আয়োজনে ঘটতে পারে বড় বিপর্যয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

যে আসনে লড়বেন জোনায়েদ সাকি

শিক্ষার্থীদের বৃত্তির টাকা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

কবে অবসর নেবেন, প্রশ্নের উত্তরে যা জানালেন রোনালদো

গাজীপুরে ঝুট গুদামে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চ্যাটজিপিটির ব্রাউজার অ্যাটলাস কি পারছে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে

যে কারণে ঢাকায় আসতে পারছেন না জাকির নায়েক

মহাসড়কের পাশে পড়ে ছিল অটোচালকের গলাকাটা মরদেহ

৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন 

মামদানির আসল লড়াই এখনো বাকি

১০

সমালোচনার পর পোস্ট ডিলিট করলেন ইরফান

১১

প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে চাই : স্ত্রীকে মামদানি

১২

টেকনাফ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়কের মরদেহ উদ্ধার

১৩

জাহানারার সেই সাক্ষাৎকারের কড়া জবাব দিলেন জ্যোতি

১৪

‘ভলিউম বাড়ান’, বিজয় ভাষণে ট্রাম্পকে মামদানি

১৫

আ.লীগ নেত্রী ঝুমাসহ গ্রেপ্তার ৭

১৬

‎ভাতিজার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা

১৭

ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

১৮

প্রতিপক্ষের জালে ৭ গোল দিল ব্রাজিল

১৯

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা বললেন নাহিদ

২০
X