স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অবসর নিয়ে নিজের পরিকল্পনা জানালেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারে কত কিছুই না অর্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যেখানে গিয়েছেন স্পটলাইটটা সবসময় নিজের দিকেই কেড়ে নিয়েছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে এসেও সেসব কিছুর ভাটা পড়েনি।

রোনালদো যদি ফুটবলের দক্ষিণ মেরু হন, তাহলে লিওনেল মেসি উত্তরমেরু। পর্তুগালের বরপুত্র সেটাই বা অস্বীকার করবেন কীভাবে।

দেখতে দেখতে বয়সটাও তো কম হলো না! সবদিকেই আলোচনা হচ্ছে কবে অবসরে যাবেন এ মহাতারকা? এবার সেসবের উত্তর নিজেই জানালেন রোনালদো। কবে, কখন, কীভাবে নেবেন অবসর, তার ইঙ্গিতও দিলেন তিনি।

সামনেই উয়েফা নেশন্স লিগ। রোনালদোর পর্তুগাল যেখানে লড়বে শিরোপার জয়ের লক্ষ্যে। আর পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ অপেক্ষায় আছেন নিজেদের দল ঘোষণা করার। এর আগেই নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য দিলেন রোনালদো। জানালেন জাতীয় দল কিংবা ক্লাব থেকে কবে অবসরে যাচ্ছেন তিনি।

সিআরসেভেন বলেছেন জাতীয় দলে আরও কিছুদিন খেলতে চান তিনি। অবসর ঘোষণা দেবেন হুট করেই। আগে থেকে কাউকে জানিয়ে কিংবা ঘোষণা দিয়ে অবসর যাওয়ার ইচ্ছা নেই তার।

তিনি বলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব, কাউকে আগে থেকে কিছু জানাব না। আমার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল। তবে খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত হবে সেটি। এ মুহূর্তে আমি জাতীয় দলকে আসন্ন ম্যাচগুলোয় সাহায্য করে যেতে চাই। আমাদের সামনে নেশন্স লিগ আছে এবং সত্যিকার অর্থেই আমি খেলতে চাইব।’

তবে বয়সটা যে আর সায় দিচ্ছে না। চাইলেই আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে হয়তো দীর্ঘ করতে পারবেন না সিআরসেভেন। তবে তার ফিটনেস বলছে ভিন্ন কথা। চল্লিশের কাছাকাছি এসেও ফিটনেস ধরে রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবল শেষ করে কী করবেন তিনি তাও জানিয়েছেন। কোচিংয়ে আসতে চান কি না এমন প্রশ্নের জবাবও দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা।

রোনালদো আরও বলেন, ‘এই মুহূর্তে আমি মূল দল বা কোনো দলেরই কোচ হওয়ার কথা ভাবছি না। এটা আমার মনেও আসে না। আমি এটা নিয়ে কখনো ভাবিওনি। আমার ভবিষ্যতে আমি কোচ হওয়ার বিষয়টা দেখছি না। ‘আমি নিজেকে ফুটবলের বাইরে অন্য কিছুতেই দেখছি। তবে ভবিষ্যতে কী লেখা আছে, তা একমাত্র ঈশ্বরই জানেন।’

সম্প্রতি ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট খুলেছেন রোনালদো। খুলেই গড়েছেন ইতিহাস। রোনালদোর মতো এত দ্রুত সাবস্ক্রাইবার সংখ্যা এর আগে যুক্ত হয়নি কোনো চ্যানেলেই। ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিজের সামাজিক কর্মকাণ্ডতেই ক্যারিয়ারের শেষ সময়টা ব্যস্ত থাকতে চান পর্তুগিজ সুপার স্টার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X