স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের বিষয়ে জাতীয় দলের সতীর্থদের নেইমারের সতর্কতা

গোলের পর ভিনি-এমবাপ্পের উল্লাস ও ইনসেটে নেইমার। ছবি : সংগৃহীত
গোলের পর ভিনি-এমবাপ্পের উল্লাস ও ইনসেটে নেইমার। ছবি : সংগৃহীত

অনেক কাঠখড় পুড়িয়ে প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ লা লিগায় তিন ম্যাচে গোল না পেলেও পরপর দুটি গোল করেন তিনি।

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে রিয়াল সতীর্থদের সঙ্গে জমে উঠেছে তার রসায়ন। তবে তার এক সময়ের সতীর্থ নেইমার, ব্রাজিল জাতীয় দলের সতীর্থদের সতর্ক করেছেন। বলেছেন, এমবাপ্পের সঙ্গে খেলা অনেকটা নরকযন্ত্রণা ভোগ করার মতো।

২০১৭ সালে দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। ফুটবল ইতিহাসের অন্যতম দুই তারকার বন্ধুত্বটা শুরুতে বেশ ভালোই ছিল। তবে তারকা খ্যাতি, ব্যক্তিত্ব আর স্বার্থের সংঘাতে দুজনের সম্পর্কের অবনতি ঘটে।

দুজনের বৈরী সম্পর্কের প্রভাব পড়ে ফরাসি ক্লাবটির ড্রেসিংরুমেও। দলের কোচ এবং ক্লাব কর্তৃপক্ষ দুজনকে সামলাতে পারেননি। এমনকি লিওনেল মেসিও দূর করতে পারেননি এ দুজনের দ্বন্দ্ব।

পরে আলাদা হয়ে যান দুজন। নেইমার যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে আর রিয়ালে আসেন এমবাপ্পে। ব্রাজিল জাতীয় দলের চার সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র, এদের মিলিতাও, রদ্রিগো ও এনদ্রিক ফিলিপেও খেলছেন রিয়ালে।

স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দেওয়ার পর ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছে তার উষ্ণ সম্পর্কের খবরটি সামনে এসেছে। বিশেষ করে প্রকাশ্যে এসেছে ভিনিসিয়ুসের সঙ্গে এমবাপ্পের সুসম্পর্কের বিষয়টি।

নিজে পেনাল্টি শট না নিয়ে এমবাপ্পেকে নেওয়ার সুযোগ করে দেন ভিনি। একসঙ্গে গোল উদ্যাপন করতে দেখা যায় তাদের। তবে এমবাপ্পের ব্যাপারে ব্রাজিলিয়ান সতীর্থদের সতর্কবার্তা পাঠিয়েছেন নেইমার।

ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রতি নেইমারের সতর্কবার্তার বিষয়টি সামনে এনেছেন ফরাসি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব সাইরিল হানুনা। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত পিএসজির জার্সিতে ১৩৬ ম্যাচ খেলেছেন দুজন।

লম্বা সময়ের সতীর্থকে নিয়ে ব্রাজিলিয়ান জাতীয় দলের ফুটবলারদের বার্তা দিয়েছেন নেইমার। ইউরোপ ওয়ান নামের এক পডকাস্টে সাইরিল হানুনা বলেন, ‘রিয়ালে খেলা সেই ব্রাজিলিয়ানরা নেইমারের বন্ধু। আর নেইমার ও এমবাপ্পের মধ্যে যুদ্ধটা সব সময় বিরাজমান ছিল। সে পরিপ্রেক্ষিতে নেইমার ব্রাজিলিয়ান বন্ধুদের একটি বার্তা পাঠান। যেখানে তিনি তাদের বলেন, এমবাপ্পের সঙ্গে খেলাটা বিপর্যয়কর। এটা অনেকটা নরকযন্ত্রণার মতো।’

বর্তমানে নেইমার-এমবাপ্পে দুই ভুবনের বাসিন্দা। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আল হিলাল তারকা নেইমার। অন্য দিকে রিয়ালে যোগ দেওয়ার পর স্প্যানিশ লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল পাননি এমবাপ্পে। তবে পরের দুই ম্যাচে দুই গোল করেছেন ফরাসি তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্ল্যাটে ঝুলছিল শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ

পুষ্টিগুণ সমৃদ্ধ চাল উৎপাদনের মানদণ্ড পূরণে দেওয়া হলো প্রশিক্ষণ

গ্রেপ্তারের গুঞ্জনের মাঝেই ভাইরাল ডনের গান

সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৫০ রান 

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বেশি বিনিয়োগ হবে : আমীর খসরু

জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছাল, নতুন সময়সূচি প্রকাশ

এককভাবে সরকার হলে টিকিয়ে রাখা সম্ভব হবে না : নাহিদ ইসলাম

২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ধারাবাহিক মুনাফা বৃদ্ধি

বিমাখাতে একচ্যুয়ারি সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছে আইডিআরএ

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতাসহ আহত ৫

১০

পিছিয়ে থাকা নড়াইলকে ডিজিটাল হিসেবে গড়ে তুলব : এনপিপি চেয়ারম্যান

১১

বাবা হলেন ক্রিস ইভান্স

১২

বরখাস্ত হলেন পুলিশের সেই এডিসি

১৩

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৪

নির্বাচনে রাজপথে ফুল বিছানো হবে না : রিজভী

১৫

অবশেষে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

১৬

মেট্রোরেলে নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষের আহ্বান

১৭

হোয়াটসঅ্যাপের আকর্ষণীয় ৬ সুবিধা, যা জানেন না অনেকে

১৮

রয়টার্সকে সাক্ষাৎকার / এখনই দেশে ফেরার পরিকল্পনা নেই হাসিনার, থাকবেন ভারতে

১৯

বিএনপিকে সতর্কবার্তা জামায়াতের

২০
X