স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ এএম
অনলাইন সংস্করণ

সালাহর জাদুতে সিটিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো লিভারপুল

মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির দুর্গে দাঁড়িয়ে দাপুটে এক জয় তুলে নিল লিভারপুল। মোহাম্মদ সালাহর জাদুকরী গোল ও দুর্দান্ত অ্যাসিস্টে আর্নে স্লটের দল ২-০ ব্যবধানে হারালো সিটিজেনদের, শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করলো ১১ পয়েন্টের ব্যবধানে।

এটি কেবল একটি জয় নয়, এটি প্রিমিয়ার লিগ শিরোপার দিকে লিভারপুলের দৃঢ় পদক্ষেপ! ২৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে, যদিও গানারদের একটি ম্যাচ হাতে আছে। আর সিটি? পেপ গার্দিওলার দল এখন চতুর্থ স্থানে, চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করাই যেন তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে!

শুরুটা ছিল সিটির নিয়ন্ত্রণে। তারা ৬৬% বলের দখল ধরে রেখেছিল, তবে আক্রমণের ধার ছিল লিভারপুলের দিকেই। ১৪ মিনিটেই বাজল লাল শিবিরের প্রথম উল্লাস! কর্নার থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে বজ্রগতির এক শট নেন সালাহ। নাথান আকের পায়ের ছোঁয়ায় বল দিক বদলে জালে জড়ালে হতভম্ভ হয়ে যান গোলরক্ষক এডারসন। এটাই ছিল তার চলতি লিগের ২৫তম গোল, শীর্ষ গোলদাতার আসন আরও দৃঢ় করলেন মিশরীয় এই তারকা।

৩৭ মিনিটে আরও একবার তাণ্ডব দেখালেন সালাহ। এবার গোলে নাম লেখালেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সজোবাস্লাই। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের দুর্বল ডিফেন্সকে ভেঙে বল বাড়ান সালাহ, একেবারে ফাঁকায় দাঁড়ানো সজোবাস্লাই সহজেই বল পাঠান জালে। ইতিহাদ স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা, হতাশায় মুখ ঢাকলেন গার্দিওলা।

এরপর আক্রমণে ছিল সিটি, কিন্তু ধার ছিল না। তাদের প্রধান গোলমেশিন আর্লিং হলান্ড ছিলেন না চোটের কারণে, আর তার অভাবটা ভালোভাবেই টের পেলেন গার্দিওলা। ওমর মারমুশ প্রথমার্ধে একবার দুর্দান্ত শটে বল জালে পাঠালেও অফসাইডের পতাকা উড়ল, দ্বিতীয়ার্ধেও আরও একটি শট অল্পের জন্য পোস্ট মিস করে।

লিভারপুলের ডিফেন্স ছিল দুর্ভেদ্য, আর গোলরক্ষক কাইওহিন কেলেহারের কিছু অসাধারণ সেভ তাদের এগিয়ে রাখে। শেষ দিকে কার্টিস জোনস একটি গোল করলেও তা ভিএআর-এর মাধ্যমে বাতিল হয়। তবে লিভারপুলের জন্য তাতে কিছুই যায় আসে না—১১ পয়েন্টের বিশাল ব্যবধান নিয়ে তারা এখন গানারদের চেয়ে অনেকটাই এগিয়ে।

সিটি সমর্থকরা হতাশায় স্টেডিয়াম ছাড়ছিলেন ম্যাচ শেষ হওয়ার আগেই। বিপরীতে লিভারপুল সমর্থকরা গলা ফাটিয়ে গাইলেন, "আমরা লিগ জিতব"—এমন দৃশ্য দেখা গেছে ২০১৯-২০ মৌসুমে তাদের শিরোপা জয়ের পথেও।

সালাহের অসাধারণ ফর্ম, সজোবাস্লাইয়ের প্রাণবন্ত পারফরম্যান্স, আর সিটির একের পর এক ভুল—সব মিলিয়ে এটা শুধু এক ম্যাচ নয়, এটি শিরোপার মহাসংকেতও!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১০

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১১

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১২

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৩

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৪

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৫

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৬

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৭

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৮

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৯

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

২০
X