স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ছাড়িয়ে এবার রোনালদোর রেকর্ডে চোখ রাফিনিয়ার

রাফিনিয়া। ছবি : সংগৃহীত
রাফিনিয়া। ছবি : সংগৃহীত

যে ফুটবলার এক সময় বার্সেলোনা ছাড়ার দ্বারপ্রান্তে ছিলেন, সেই রাফিনিয়াই এখন ইউরোপের আলোচনার কেন্দ্রবিন্দু। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডে ছোঁয়ার পথে এই ব্রাজিলিয়ান —এ যেন ফুটবল রূপকথার চেয়েও নাটকীয় এক গল্প!

বার্সেলোনার এই ব্রাজিলিয়ান উইঙ্গার যেন নতুন করে জন্ম নিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলের উত্তেজনাকর প্রথম লেগে ফেরান তোরেসকে দিয়ে গোল করিয়ে তিনি নিজের গোল-সহায়তার সংখ্যা নিয়ে গেলেন ২০-তে। যার মানে দাঁড়ায়—চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর একচ্ছত্র আধিপত্যকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

২০১৩/১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২১ গোল অবদান রেখে চ্যাম্পিয়ন্স লিগে একক মৌসুমে সর্বোচ্চ অবদানের রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রাফিনিয়ার এখন রয়েছে ২০টি। মেসির সবচেয়ে উজ্জ্বল মৌসুমকেও (২০১১/১২) তিনি ইতোমধ্যেই পেছনে ফেলেছেন।

আর একটি অবদান—গোল বা অ্যাসিস্ট—হলেই রোনালদোর রেকর্ড স্পর্শ করবেন। আর দু'টি হলেই হয়ে যাবেন ইতিহাসের নতুন রাজা।

২০২৩ সালে লিডস ইউনাইটেড থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে বার্সায় যোগ দিয়েছিলেন রাফিনিয়া। কিন্তু ইনজুরি, ফর্মহীনতা আর দলবদলের গুঞ্জনে দিশেহারা হয়ে পড়েছিলেন। এমনকি জানুয়ারির দলবদলেই সৌদি আরব থেকে আসা মোটা অঙ্কের প্রস্তাবে তিনি রাজি হয়ে যাচ্ছিলেন। নিজেই বলেছিলেন, ‘গত বছর এই অফার পেলে আমি চলে যেতাম। ওই সময় আমি ভীষণ হতাশ ছিলাম। এই ধরনের প্রস্তাব যে কাউকে নাড়া দেয়।’

কিন্তু কোচ হান্সি ফ্লিকের আগমনে সব পাল্টে যায়। নতুন করে আত্মবিশ্বাস, নতুন দায়িত্ব—এমনকি অধিনায়কত্বের ভারও পেয়েছেন তিনি।

তরুণ লামিন ইয়ামালের উজ্জ্বল পারফরম্যান্সের মাঝেও বার্সার নেতৃত্বে ছিলেন রাফিনিয়া। গোলের সঙ্গে অ্যাসিস্টেও তিনি এখন ইউরোপের সেরা—সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি গোল অবদান।

চলতি মৌসুমে কোপা দেল রে'তে রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। লা লিগাতেও ৫ ম্যাচ বাকি থাকতে ৪ পয়েন্টে এগিয়ে তারা। এমন পরিস্থিতিতে ব্যালন ডি’অরের আলোচনায় উঠে এসেছেন রাফিনিয়া। পিএসজির উসমান ডেম্বেলে ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে এখন তিনিই ফেভারিট।

সামনের পথে অবশ্য আরও দুটি বিশাল বাধা—সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে ফিরতি লেগ, তারপর যদি পৌঁছান, তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। কিন্তু যা পারফরম্যান্স, তাতে ইতিহাস গড়ার জন্য তিনি যেন প্রস্তুত।

রোনালদোর রেকর্ড? এখন সেটা আর দূরের কিছু নয়। রাফিনিয়া হয়তো দেখিয়ে দিচ্ছেন—সাহস, পরিশ্রম আর সঠিক সময়ের সুযোগ কাজে লাগাতে জানলেই সব সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১০

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১১

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১২

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৩

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৪

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৫

আজ বিশ্ব পুরুষ দিবস

১৬

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৭

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৮

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৯

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

২০
X